ওমিক্রন আতঙ্কের মাঝেও নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের নীচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে দেশজুড়ে টিকাকরণে জোরদার গতিতে মিলছে সাফল্য। কমছে আক্রান্তের সংখ্যা, ক্রমেই সুস্থ হচ্ছে দেশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৪ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ২৫২ জনের। রাজ্যে-রাজ্যে টিকাকরণ কর্মসূচিতে গতি আসার জেরেই করোনা নিয়ন্ত্রণে সাফল্য আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গতকালের চেয়ে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও এদিন বেশ কম। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৮৮ লক্ষ ৯৯৩।
এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮। টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে দেশ। গতকাল পর্যন্ত দেশে প্রায় ১৩৩ কোটি ৮০ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
এদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক রয়েই গিয়েছে। দেশের একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলছে। তবে ভাইরাসের এই নয়া প্রজাতির মোকাবিলাতেও যথেষ্ট তৎপরতা নিচ্ছে রাজ্যগুলি। স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী চলছে পদক্ষেপ। এছাড়া একাধিক রাজ্য ওমিক্রন মোকাবিলায় নিজেদের মতো করেও বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ করছে।
আরও পড়ুন- প্রয়াত সেনা সর্বাধিনায়কের নামে রাখা হোক আকবর রোড, দাবি বিজেপির আইটি সেলের
দেশের প্রতিটি বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের দিকে বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। বিমানবন্দরেই হচ্ছে RT PCR টেস্ট। রিপোর্ট নেগেটিভ এলেও বিদেশ থেকে আসা যাত্রীদের সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে। সব মিলিয়ে আতঙ্ক সঙ্গে নিয়েই দেশ করোনামুক্তির পথে এগোচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন