/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Corona-2.jpg)
ফাইল ছবি
বিপদ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রাজ্যে-রাজ্যে নতুন করে জারি বিধি-নিষেধ। একাধিক রাজ্যে ফের জারি নাইট কার্ফু। তবে দৈনিক সংক্রমণ এদিনও মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৩১।
দেশজুড়ে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভাইরাসের এই নয়া প্রজাতি ঘুম কাড়ছে একাধিক রাজ্যের। পরিস্থিতি মোকাবিলায় ফের একবার কড়া বিধি নিষেধের পথে হাঁটছে বেশ কয়েকটি রাজ্য। দিল্লিতে আজ থেকেই শুরু হচ্ছে নাইট কার্ফু। রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে জারি থাকবে নাইট কার্ফু। দিল্লির পাশাপাশি নাইট কার্ফুর পথে হেঁটেছে পড়শি রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানাও। নাইট কার্ফু জারির সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকারও।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের কিছু বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ১৪১ জন। এই মুহূর্তে দেশে করোনা-মুক্তির হার ৯৮.৪০ শতাংশ। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৮।
COVID19 | India reports 6,531 new cases and 7,141 recoveries reported in the last 24 hours. Active caseload currently stands at 75,841. Recovery Rate currently at 98.40%
Omicron case tally stands to 578. pic.twitter.com/Am7MvokCm9— ANI (@ANI) December 27, 2021
এদিকে, আগামী ১০ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার বুস্টার ডোজের প্রয়োগ শুরু হতে চলেছে। সর্বপ্রথম কারা পাবেন সতর্কতামূলক এই ডোজ? জানা গিয়েছে, ৯ মাস আগে যাঁরা করোনা টিকার দ্বিতীয় ডোজটি পেয়েছেন তাঁদেরই আগে এই বুস্টার ডোজ দেওয়া হবে।
আরও পড়ুন- বেড়েই চলেছে সংক্রমণ, করোনায় রাশ টানতে আজ থেকেই নাইট কার্ফু
ICMR এবং ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট-এর উদ্যোগে পরিচালিত পাঁচটি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির মধ্যে ব্যবধান ৯ মাসের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ মাসের মাথায় এই বুস্টার ডোজের মানে হল এই, যে চলতি বছরের ১০ এপ্রিলের মধ্যে যাঁরা প্রাথমিক টিকাদানের সময়সূচীতে দ্বিতীয় ডোজটি পেয়েছিলেন তাঁরাই সতর্কতামূলক ভ্যাকসিনের প্রাথমিক ডোজগুলি গ্রহণ করবেন। অর্থাৎ, প্রধানত স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীরাই প্রথম এই বুস্টার ডোজ পাবেন।
Read full story in English