দেশের দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও চিন্তা বাড়াচ্ছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে-রাজ্যে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট আতঙ্ক বাড়াচ্ছে। তবে এই আবহে শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করেনা পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। দেশের দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুই আজ নিম্নমুখী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬ হাজার ৬৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৩৭৪ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩। প্রতিদিন একটু একটু করে কমছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে ৭৭ হাজার ৫১৬ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। ইতিমধ্যেই ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৯৭৭ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৫১ জন।
তবে দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮। রজ্যে-রাজ্যে আতঙ্ক তৈরি করেছে ভাইরাসের এই নয়া প্রজাতি। ওমিক্রন মোকাবিলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে নতুন করে বিধি-নিষেধ জারি হয়েছে।
আরও পড়ুন- ‘জান হ্যায় তো জাহান হ্যায়’, ওমিক্রন আবহে উত্তরপ্রদেশের ভোট পিছনোর আর্জি মোদীকে
মধ্যপ্রদেশে গতকাল রাত থেকেই ফিরেছে নাইট কার্ফু। এছাড়াও মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুতেও নতুন করে জারি হয়েছে একগুচ্ছ বিধি-নিষেধ। অন্যদিকে, করোনার নতুন ব্য়ারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় টেস্টিং এবং ট্র্যাকিং নীতিতেই আস্থা রাখছেন প্রধানমন্ত্রী। দ্রুত ওমিক্রন আক্রান্তদের শনাক্ত করে তাঁদের আলাদা রাখার ব্যাপারে সব রকমের ব্যবস্থা নিতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read full story in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন