ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশের দৈনিক সংক্রমণ নিম্নমুখী। গতকালের চেয়ে এদিন কমেছে সংক্রমিতের সংখ্যা। গত বছরের মার্চের পর এদিনই দেশে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস। তবে সংক্রমণ কমলেও গতকালের চেয়ে এদিন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক গোটা বিশ্বে। ভাইরাসের নয়া এই প্রজাতি ভারতেও ঢুকে পড়েছে। একাধিক রাজ্য থেকে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলছে। তবে এই আবহে দেশের দৈনিক সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। গতকালের চেয়ে এদিন সংক্রমণ কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের।
সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯। নতুন করে সংক্রমিতের পাশাপাশি ফি দিন বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৮৮৬ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫ জন করোনামুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৮৬ লক্ষ ৪১৫।
আরও পড়ুন- পরবর্তী সিডিএস খুঁজছে কেন্দ্র, বাড়তি দায়িত্ব নারাভানের কাঁধে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জোরদার গতিতে এগোচ্ছে টিকাকরণ কর্মসূচি। গতকাল পর্যন্ত দেশে ১৩৫ কোটি ৯৯ লক্ষ ৯৬ হাজার ২৬৭ টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশের একাধিক রাজ্য থেকে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলছে। যার জেরে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের। এখনও পর্যন্ত দেশে ৮৩ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন