Advertisment

দৈনিক সংক্রমণ নিম্নমুখী, ৫৫৯ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস

দেশে করোনার সার্বিক পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না। ওমিক্রন আতঙ্ক দেশজুড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Covid-19 Omicron Live Updates 19 january 2022

ফাইল ছবি

ওমিক্রন আতঙ্কের মাঝেও দেশে করোনা-স্বস্তি। গতকালের চেয়ে কমেছে দৈনিক সংক্রমণ। পাল্লা দিয়ে কমেছে মৃতের সংখ্যা। স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসেও। সব মিলিয়ে দেশে করোনার সার্বিক পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ কমছে না। ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন নিয়ে আতঙ্ক সর্বত্র।

Advertisment

করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসের এই নয়া প্রজাতি। এদেশেও বেশ কয়েকটি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এই আবহে শনিবারের করোনা পরিসংখ্যান খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমেছে ৮ হাজারের নীচে।

একদিনে নতুন করে সংক্রমিত ৭ হাজার ৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। এদিন কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৯৩ হাজার ২৭৭। করোনা অ্যাক্টিভ কেসের এই পরিসংখ্যান গত ৫৫৯ দিনের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুন- সংক্রমণ ভীতি, বন্ধের ঘোষণা পুরীর জগন্নাথদেবের মন্দির

এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২৬৫ জন। করোনার সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জারি টিকাকরণ কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩২ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ভারতে ঢুকে পড়তেই সতর্কতা রাজ্যে-রাজ্যে। বিন্দুমাত্র অসাবধনতার কড়া মাশুল গুণতে হতে পারে। সেই আশঙ্কা থেকেই বন্ধ করে দেওয়া হল পুরীর জগন্নাথ দেবের মন্দির। আপাতত তিনদিনের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus health Ministry Coronavirus India Omicron
Advertisment