/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/corona-4.jpg)
দেশজুড়ে গতকালের চেয়ে প্রায় ২০ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ।
ওমিক্রন নিয়ে আতঙ্ক বাড়ছে দেশজুড়ে। এই আবহে গত কয়েকদিনের সংক্রমণ পরিস্থিতি মোটের উপর একই জায়গায় দাঁড়িয়ে। সাহস জোগাচ্ছেন করোনা-জয়ীরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্ক বাড়াচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশে ২৪ জন করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে সংক্রমিত। মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে ওমিক্রন স্ট্রেনের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে ৪ জনের করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়েছে। ওমিক্রন আক্রান্ত মহারাষ্ট্রের আরও ৩ জন নাবালক। রাজস্থানের জয়পুরে মোট ৯ জনের দেহে ওমিক্রনের অস্তিত্ব মিলেছে।
করোনার নয়া প্রজাতির এই ভাইরাস ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে ওমিক্রন নিয়ে একাধিকবার সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। আজ ওমিক্রন নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা ফের বৈঠকে বসেছেন। করোনার নয়া এই প্রজাতির মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে বিশদে আলোচনা হবে বৈঠকে। একইসঙ্গে ১৮ বছরের কম বয়সীদের টিকাকরণ নিয়েও আলোচনা হতে পারে।
COVID19 | India reports 8,306 new cases and 8,834 recoveries in the last 24 hours; Active caseload currently stands at 98,416; lowest in 552 days: Ministry of Health and Family Welfare pic.twitter.com/YSrFUSC7bn
— ANI (@ANI) December 6, 2021
আরও পড়ুন- মহারাষ্ট্রে ৭ এবং রাজস্থানে ৯ জনের দেহে ওমিক্রন! সংক্রমিত একই পরিবারের ৬
এদিকে, ওমিক্রন আতঙ্কের আবহে দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি রয়েছে। আজও ৮ হাজারের বেশি দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন। একদিনে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। এদিন স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী আজ দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯৮ হাজার ৪১৬। এই পরিসংখ্যান ৫৫২ দিনের মধ্যে সর্বনিম্ন।
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us