Advertisment

করোনা-উদ্বেগ জারি, দেশে একধাক্কায় বেশ খানিকটা বাড়ল মৃতের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 8,503 new COVID19 cases 10 December 2021

করোনায় দৈনিক মৃত্য়ু বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।

ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। যদিও করোনার দৈনিক সংক্রমণ গতকালের তুলনায় খানিকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৩ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৬২৪ জনের।

Advertisment

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে। ভারতেও থাবা বসিয়েছে ভাইরাসের এই নয়া প্রজাতি। তবে চিকিৎসার পর একে একে সুস্থও হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা। এরই মধ্যে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৬২৪।

এদিন বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৪ লক্ষ ৯৪৩। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন। এই মুহূর্তে দেশে করোনায় মৃত্যু হার ১.৩৭ শতাংশ। তবে ইতিমধ্যেই দেশের ৩ কোটি ৪১ লক্ষ ৫ হাজার ৬৬ জন করোনামুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন।

দেশজুড়ে জোরদার গতিতে এগোচ্ছে টিকাকরণ কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গতকাল পর্যন্ত ১৩১ কোটি ১৮ লক্ষ ৮৭ হাজার ২৫৭ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮৪ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এদিকে ওমিক্রন আতঙ্কের মাঝেই আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- আজই শেষকৃত্য বিপিন রাওয়াতের,পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত ৩১ জানুয়ারি অবধি স্থগিত রাখা হয়েছে আন্তর্জাতিক যাত্রী বিমান পরিষেবা। সম্প্রতি ১৫ ডিসেম্বর থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে চলায় আপাতত সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে মোদী সরকার।

coronavirus Omicron health Ministry
Advertisment