/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/corona-virus.jpg)
করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ।
মোটের উপর রবিবারও দেশের দৈনিক সংক্রমণ একই জায়গায় দাঁড়িয়ে। গতকালের চেয়ে সামান্য বেড়েছে সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা একধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। গতকাল করোনায় দেশে মৃতের সংখ্যা ছিল ৪৬৫। আজ সেই সংখ্যা বেড়ে ৬২১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত ৮ হাজার ৭৭৪ জন।
দেশে করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা জারি। গতকালের চেয়ে দেশে করোনার দৈনিক সংক্রমণ এদিন সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় কাবু ৮ হাজার ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ৬২১ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৪৮১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসে। গত ৫৪৩ দিনের মধ্যে এদিনই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে। এই মুহুর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৬৯১।
করোনার দক্ষিণ আফ্রিকান স্ট্রেন আতঙ্ক বেশ খানিকটা বাড়িয়েছে। 'ওমিক্রন' ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে ফের একবার উদ্বেগে গোটা বিশ্ব। ভাইরাসের নয়া এই প্রজাতি নাকি অত্যন্ত শক্তিশালী। মানবদেহে তৈরি টিকার প্রাচীরও নাকি ভেঙে ফেলতে পারে 'ওমিক্রন'। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-ও করোনার নয়া ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক তালিকায় রেখেছে। এই আবহে গতকালই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন- ওমিক্রন আতঙ্ক: ‘আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত পুনঃমূল্যায়ন করুন’, আধিকারিকদের বার্তা মোদীর
আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হওয়ার কথা ভারতে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ থাবা বসানোয় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এবার সংশ্লিষ্ট আধিকারিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
India reports 8,774 new cases, 621 deaths and 9,481 recoveries in the last 24 hours; Active caseload stands at 1,05,691; lowest in 543 days: Ministry of Health and Family Welfare pic.twitter.com/VYyR2NWPwT
— ANI (@ANI) November 28, 2021
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তে থাকুন