Advertisment

'ওমিক্রন' আতঙ্কের মধ্যে ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত ৮ হাজার ৫৪৮ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, Now, only United Kingdom fliers to be tested for Covid

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের।

আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'। এই আতঙ্কের আবহেই ফের দেশের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যুও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১০ হাজার মানুষ নতুন করে করোনায় কাবু হয়েছেন। একদিনে ফের দেশে করোনায় মৃত্যু ৪৭৭ জনের। দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশ খানিকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

Advertisment

করোনার নতুন স্ট্রেন 'ওমিক্রন' নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের আশঙ্কা, বিন্দুমাত্র অসতর্কতায় এক্ষেত্রে কড়া মাশুল গুণতে হতে পারে। করোনার নয়া ভ্যারিয়েন্টের মোকাবিলায় চূড়ান্ত সতর্কতা ভারতেও। দেশের বিমানবন্দরগুলিতে নজরদারি বহুগুণে বাড়ানো হয়েছে। এই আবহেই ফের একবার দেশের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ছে মৃত্যু।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৯ হাজার ৭৬৫ জন। একদিনে দেশে করোনার বলি আরও ৪৭৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৫৪৮ জন। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৭৬৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

আরও পড়ুন- ‘২০২৪-এর লোকসভা ভোটে কংগ্রেস ৩০০ আসন পাবে না’, দলের অস্বস্তি বাড়ালেন আজাদ

এদিকে, আগামী ২৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান চালুর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে কেন্দ্র। সম্ভবত চলতি মাসের ১৫ তারিখ থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চালু হচ্ছে না।

ওমিক্রন আতঙ্কের জেরে কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। তবে কবে থেকে এই পরিষেবা চালু হতে পারে এ সম্পর্কে কিছু স্পষ্ট করেনি অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক ডিজিসিএ। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ‘ভাইরাসের নতুন প্রজাতির দেখা মিলেছে। বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনা করে সব অংশীদারদের সঙ্গে আলোচনা হচ্ছে। এর ভিত্তিতেই বাণিজ্যিক উড়ান চালুর সিদ্ধান্ত ও দিনক্ষণ উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Omicron health Ministry
Advertisment