scorecardresearch

করোনামুক্তির পথে ভারত, ২০২০-এর মের পর দেশে সর্বনিম্ন সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৭ জন।

India reports Covid 19 omicron cases 14 March 2022
করোনামুক্তির পথে ভারত।

আড়াই হাজারে নেমে গেল দেশের দৈনিক সংক্রমণ। তথ্য বলছে, ২০২০ সালের মে মাসের পর থেকে দেশে গতকালই সবচেয়ে কম সংখ্যায় মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। টিকাকরণকে হাতিয়ার করেই সুস্থ হচ্ছে দেশ, বলছেন বিশেষজ্ঞরা।

লাগাতার কমছে দেশের দৈনিক সংক্রমণ। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৩ জন। ২০২০-এর মে মাসের পর এটাই দেশের সর্বনিম্ন দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৫ হাজার ৮৭৭।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৭ জন। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ৩৬ হাজার ১৬৮ জন। দেশের সংক্রমণ হার এই মুহূর্তে ০.৪৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৪১ হাজার ৪৪৯ জন। দেশে করোনামুক্তির হার ৯৮.৭২ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ৭৭.৯ কোটি করোনা টেস্ট হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫ লক্ষ ৩২ হাজার ২৩২টি পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন- তেলের দাম বৃদ্ধির জের, অন্তর্দেশীয় রুটে বাড়ছে বিমানভাড়া

উল্লেখ্য, ২০২০ সালের ৭ অগাস্ট দেশের মোট সংক্রমণ ছিল ২০ লক্ষ। ২৩ অগাস্ট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ৩০ লক্ষ। এরপর ওই বছরের ৫ সেপ্টেম্বর দেশের মোট সংক্রমণ পৌঁছোয় ৪০ লক্ষে। ১৬ সেপ্টেম্বর দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর দেশের মোট সংক্রমণ ৬০ লক্ষে পৌঁছোয়। ১১ অক্টোবর সংক্রমণ ছাড়ায় ৭০ লক্ষ। ২৯ অক্টোবর ৮০ লক্ষ, ২০ নভেম্বর ৯০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল মোট সংক্রমণ। ১৯ ডিসেম্বর দেশের মোট সংক্রমণ এক কোটি ছাড়িয়ে গিয়েছিল।

এরপর গত বছরের ৪ মে দেশের মোট সংক্রমণ দুই কোটি এবং গত বছরের ২৩ জুন মোট সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে যায়।

Read story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: India reports covid 19 omicron cases 14 march 2022