Advertisment

৬ হাজারের নীচে দেশের দৈনিক সংক্রমণ, গতকালের চেয়ে বাড়ল মৃত্যু

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ১১ হাজার ৬৫১ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
National capital Delhi records 517 new Covid-19 cases, no deaths

ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা।

এবার ৬ হাজারেরও নীচে নেমে গেল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আরও কমে গিয়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বস্তি দিয়ে নিম্নমুখী সংক্রমণ হারও। তবে গতকালের চেয়ে এদিন দেশে করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটা বেড়েছে।

Advertisment

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযয়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় কাবু ৫ হাজার ৯২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ১১ হাজার ৬৫১ জন। সব মিলিয়ে দেশে সংক্রমণ ছড়ানোর পর থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হলেন ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন। তথ্য বলছে, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হয়েছে ৬৩ হাজার ৮৭৮ জন।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২৮৯। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮। দেশের সংক্রমণ হার কমে ০.৬৩ শতাংশ। শুক্রবার পর্যন্ত দেশজুড়ে ১৭৮ কোটি ৫৫ লক্ষ ৬৬ হাজার ৯৪০ টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে মোদীকে চিঠি IMA-এর তরফে

সুস্থ হচ্ছে দেশ। টিকাকরণকে হাতিয়ার করেই করোনা-মুক্তির পথে ভারত। রাজ্যে-রাজ্যে সংক্রমণ কমতে থাকায় উঠছে বিধি-নিষেধ। খুলে গিয়েছে স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর খুদে পড়ুয়ারাও এবার স্কুলে ফিরেছে। মহারাষ্ট্র, কর্নাটক, কেরল, তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাত, দিল্লি, পশ্চিমবঙ্গ-সহ প্রায় সব রাজ্যেরই কোভিড-গ্রাফ নিম্নমুখী।

coronavirus Pandemic health Ministry
Advertisment