একটানা বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে সংক্রমিতের সংখ্যা কমল ১৪ শতাংশ। স্বস্তি দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যাও নিম্নমুখী। বেশ খানিকটা কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। সব মিলিয়ে শনিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনা আপডেটে স্বস্তির বার্তা।
সুস্থ হচ্ছে দেশ। টিকাকরণকে হাতিয়ার করেই করোনা যুদ্ধে জয়ের পথে ভারত। প্রতিদিন কমছে সংক্রমণ। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু ৩২৫ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ১১ হাজার ২৩০।
আরও পড়ুন- সংক্রমণ কমলেও এখনই মাস্ক বর্জন নয়, মত বিশেষজ্ঞদের
গত ২৪ ঘণ্টায় ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ৬০ হাজার ২৯৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত বেড়ে ৪ কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে ২ লক্ষ ৫৩ হাজার ৭৩৯। দেশে করোনার সংক্রমণ হার বর্তমানে ১.৮ শতাংশ। এখনও পর্যন্ত ১৭৫ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
এদিকে, সংক্রমণ কমলেও এখনই মাস্ককে বিদায় জানানোর ফল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের পরামর্শ, সংক্রমণ এড়াতে মাস্কের ব্যাবহার এখনও আবশ্যক। নিজে ও পরিবারের বাকিদের সুস্থ রাখতে বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরা অত্যন্ত জরুরি বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু মাস্ক পরাই নয়, করোনাকে হারাতে এখনও বেশ কিছুদিন স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারেও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Read story in English