Advertisment

আপাতত বন্ধ সমঝোতা এক্সপ্রেস

হঠাৎ সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে, দু’দেশের কমপক্ষে ৪০ জন যাত্রী আট্টারি স্টেশনে আটকে পড়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
samjhauta express, সমঝোতা এক্সপ্রেস

সমঝোতা এক্সপ্রেস। ছবি: রানা সিমরঞ্জিত সিং, ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিক্ততা না মিটলে দৌড়োবে না সমঝোতা এক্সপ্রেস। পাকিস্তানের পর এবার ভারতও সমঝোতা এক্সপ্রেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, বুধবারই দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। হঠাৎ সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। সূত্র মারফৎ জানা গিয়েছে, দু’দেশের কমপক্ষে ৪০ জন যাত্রী আট্টারি স্টেশনে আটকে পড়েছেন।

Advertisment

এ প্রসঙ্গে রেলের একটি সূত্র জানিয়েছেন, ‘‘পাকিস্তানের কোনও যাত্রী ছাড়া এই ট্রেন চালানোর কোনও মানে হয় না। আশা করছি পরিস্থিতি বদলালে আবার পরিষেবা শুরু করা হবে।’’

আরও পড়ুন, ভারত-পাক উত্তপ্ত আবহে চাকা গড়াল না দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেসের

বুধবার রাতেই সমঝোতা এক্সপ্রেস বাতিল করে দেয় পাকিস্তান। অন্যদিকে, বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ পুরাতন দিল্লি স্টেশন থেকে সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় রেকটি ৩ পাক যাত্রী-সহ ২৭ জনকে নিয়ে আট্টারির উদ্দেশে রওনা দেয়। পরে ওয়াঘা স্টেশন মাস্টারের তরফে আট্টারির স্টেশন মাস্টারকে জানানো হয় যে, দুপুর সাড়ে ১২টায় পাকিস্তান থেকে যে ট্রেনটি আসার কথা ছিল, তা আসছে না। পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে তারা সমঝোতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ রেখেছে। উল্লেখ্য, লাহোর থেকে ১৬ জন যাত্রীকে নিয়ে ছাড়ার কথা ছিল ট্রেনটির।

এ প্রসঙ্গে বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ‘‘সমঝোতা এক্সপ্রেস নিয়ে এখনও কোনও নির্দেশিকা পাইনি। যা নির্দেশ থাকবে সেইমতো সিদ্ধান্ত নেওয়া হবে।’’ প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পরই সমঝোতা এক্সপ্রেসে যাত্রী সংখ্যা কমেছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

Read the full story in English

India pakistan International news national news
Advertisment