শেষ পর্যন্ত কি ভারত-চিন উত্তাপে যবনিকা পতন ঘটছে? অনন্ত সেরকমই খানিকটা ইঙ্গিত মিলল দু'দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে। আলোচনার টেবিলে দু'দেশই সেনা সরাতে সহমত পোষণ করেছে বলে খবর। এদিকে, ভারত-চিন সমস্য়া সমাধানে অন্য় কারও সাহায্য়ের দরকার হবে না বলে জানালেন রুশ বিদেশমন্ত্রী। অন্য়দিকে, নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মীসংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আবার, করোনা আবহে এবার হজ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিল নয়া দিল্লি। দেশের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ে নিন এক এক করে...
ইন্দো-চিন জট কাটছে? সেনা সরাতে 'ঐক্য়মত' দু'দেশই
ভারত-চিন সীমান্ত উত্তাপ কি কমছে? সীমান্ত বিবাদ মেটাতে দু’দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে ‘ঐক্য়মত’ মিলেছে বলে সূত্রের খবর। সেনা সরানো নিয়ে দু’পক্ষের আলোচনায় ঐক্য়মত মিলেছে বলে জানা যাচ্ছে।
*উল্লেখ্য়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকায় সংঘাত পরিস্থিতিতে দু’দেশের কোর কমান্ডার স্তরের বৈঠক হয়। সীমান্তে চিনা এলাকা মলডোতে কোর কমান্ডারদের মধ্য়ে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক।
*মলডোর বৈঠকে ভারতের পক্ষ থেকে ছিলেন ১৪ কোরের কমান্ডার লেফট্য়ানেন্ট জেনারেল হরিন্দর সিং। চিনের পক্ষ থেকে ছিলেন দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট কমান্ডার মেজর জেনারেল লিউ লিন।
*সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠক ইতিবাচক হয়েছে। সৌহার্দ্য় পরিবেশেই বৈঠক হয়েছে এবং গঠনমূলক হয়েছে। সেনা সরানো নিয়ে দু’দেশই সহমত হয়েছে। পূর্ব লাদাখে বিতর্কিত এলাকা নিয়েও আলোচনা হয়েছে।
*চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাউ লিঝিয়ান জানিয়েছেন, বৈঠকে ভারত-চিন দু'দেশই মতানৈক্য় সরিয়ে সমস্য়া সমাধানে ইচ্ছাপ্রকাশ করেছে।
*এদিকে, সীমান্তে উত্তেজনার আবহে এবার লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে সেনাপ্রধান এম এম নারাভানে। (বিস্তারিত পড়ুন-ইন্দো-চিন উত্তাপ কমছে? সেনা সরাতে ‘ঐক্য়মত’ দু’দেশই)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
পাক হাইকমিশনে ৭ দিনে ৫০ শতাংশ কর্মী কমানো হোক, সিদ্ধান্ত নয়া দিল্লির
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মীসংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, মঙ্গলবার এমনটাই জানাল বিদেশমন্ত্রক। পাকিস্তান হাইকমিশনে কর্মীসংখ্য়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আগামী ৭ দিনের মধ্য়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে, একথা পাক হাই কমিশনার সৈয়দ হায়দর শাহকে জানানো হয়েছে।
* এক বিবৃতিতে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''নয়া দিল্লিতে পাক হাইকমিশনে কর্মীসংখ্য়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার''।
*বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ''ওরা (পাকিস্তান) চরবৃত্তির কাজে যুক্ত এবং জঙ্গি সংগঠনগুলির সঙ্গে লেনদেন বজায় রেখেছে। দুই অফিসার ধরা পড়েছিলেন, তাঁদের গত ৩১ মে বহিষ্কৃত করা হয়''।
* এদিকে, গত ৩১ মে দুই পাক হাইকমিশনের অফিসারকে চরবৃত্তির অভিযোগে বহিষ্কারের পর গত ১৭ জুন পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের দুই কর্মী আচমকা নিখোঁজ হয়ে যান। পরে তাঁদের হদিশ মেলে। এ ঘটনায় ডিমার্চে ইস্য়ু করে নয়া দিল্লি।
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
ভারত-চিনের সাহায্য়ের দরকার নেই : রুশ বিদেশমন্ত্রী
'ভারত-চিন নিজেরাই নিজেদের সমস্য়া মেটাতে পারবে। অন্য় কারও সাহায্য়ের প্রয়োজন হবে না', লাদাখ ইস্য়ু নিয়ে এমন মন্তব্য়ই করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। উল্লেখ্য়, এদিন ভারত-চিন-রাশিয়া ত্রিপাক্ষিক বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্য়মে এদিনের বৈঠকে অংশ নেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।
* রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, ''আমার মনে হয় না, ভারত ও চিনের অন্য় কারও সাহায্য়ের দরকার হবে। আমার মনে হয় না, ওদেরকে সাহায্য় করতে হবে, বিশেষত, যখন এটা দেশের ইস্য়ু। ভারত-চিন নিজেরাই নিজেদের সমস্য়া মেটাতে পারবে''।
* তিনি আরও বলেছেন, শান্তি স্থাপনে দু'দেশই বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে। (Read the full story in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
বন্দে ভারত মিশনের বিমানে নিয়ন্ত্রণ ওয়াশিংটনের
ভারতের এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করল ওয়াশিংটন। দুই দেশের মধ্যে হওয়া উড়ান চুক্তি লঙ্ঘিত হয়েছে ও তা ‘অন্যায্য-বৈষম্যমূলক’ বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
*লকডাউনে আমেরিকা সহ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ‘বন্দে-ভারত মিশনে’ উড়ান চালিয়েছে এয়ার ইন্ডিয়া। এর জন্য যাত্রীদের টিকিট কাটতে হয়েছে। কিন্তু, ভারতের অসামরিক বিমান আইন মোতাবেক লকডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সংস্থার উড়ানকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। যা মার্কিন উড়ান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারে অসুবিধা সৃষ্টি করছে বলে দাবি ওয়াশিংটনের।
*আগামী ৩০ দিনে এয়ার ইন্ডিয়ার বিমানের উপর নিয়ন্ত্রণ জারি হবে। আমেরিকা মনে করছে, সেদেশে লকডাউনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর নামে বন্দে ভারত মিশনের উড়ান প্রকৃত অর্থে প্রতারণা। ফলে এয়ার ইন্ডিয়ার উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (বিস্তারিত পড়ুন-দিল্লি ‘চুক্তি লঙ্ঘনকারী’, বন্দে ভারত মিশনের বিমানে নিয়ন্ত্রণ ওয়াশিংটনের)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
করোনা ওষুধের বিজ্ঞাপন বন্ধে পতঞ্জলিকে নির্দেশ কেন্দ্রের
বাজারে চলে এল করোনার ওষুধ! হ্য়াঁ, অন্তত এমনটাই দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন যোগগুরু রামদেব। করোনা নির্মূল করতে প্রথম আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনল রামদেবের পতঞ্জলি। এই ওষুধ প্রয়োগে মাত্র ৭ দিনেই করোনা সংক্রমণ থেকে নিস্তার পাওয়া যাবে, এমনটাই দাবি করেছে পতঞ্জলি। রামদেবের এহেন দাবির পরই পদক্ষেপ করল কেন্দ্র সরকার। পতঞ্জলির এই ওষুধের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে আয়ুষ মন্ত্রক।
* আয়ুষ মন্ত্রকের তরফে পতঞ্জলির থেকে ওষুধের নাম ও কম্পোজিশন সংক্রান্ত তথ্য় চেয়ে পাঠানো হয়েছে।
* পরীক্ষা ছাড়া ওই ওষুধের বিজ্ঞাপন বন্ধ করতে হবে। কোনওরকম প্রচার করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে আয়ুষমন্ত্রক।
*করোনা আক্রান্ত রোগীদের ক্লিনিক্য়াল ট্রায়ালে করোনিল ও স্বসারি নামের দুটি ওষুধে সুফল মিলেছে বলেছে বলে দাবি করেছে পতঞ্জলি।
*হরিদ্বারে সাংবাদিক বৈঠকে রামদেব দাবি করেছেন, ''৭ দিনেই সুস্থ হয়ে যাবেন, ১০০ শতাংশ সুস্থতার হার রয়েছে''। রামদেব আরও জানিয়েছেন, ২৮০ জন করোনা রোগীর উপর এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল, যাঁদের মধ্য়ে ৬৯ শতাংশ তিনদিনের মধ্য়ে সুস্থ হয়ে উঠেছিলেন। (Read the full story in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
চিনা বিদেশমন্ত্রীর সামনে আন্তর্জাতিক সম্পর্কের নীতি নিয়ে সরব জয়শংকর
'আন্তর্জাতিক সম্পর্কের রীতিনীতিগুলো মেনা চলা দরকার', চিনা বিদেশমন্ত্রকের সামনে এমন মন্তব্য়ই করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ইন্দো-চিন সীমান্ত উত্তেজনার আবহে মঙ্গলবার ভারত-রাশিয়া-চিন ত্রিপাক্ষিক বৈঠক অত্য়ন্ত উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে। ভিডিও কনফারেন্সিংয়ে সেই বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের নীতি নিয়ে সরব হলেন জয়শংকর।
* জয়শংকর বলেছেন, ''এই বিশেষ বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের নীতি নিয়ে আমাদের বিশ্বাসকে পুনরাবৃত্তি করে''।
* বিদেশমন্ত্রী আরও বলেছেন, বিশ্বের শীর্ষস্থানীয়দের অবশ্য়ই আদর্শ মেনে চলতে হবে। আন্তর্জাতিক আইনকে সম্মান করা, অংশীদারিদের বৈধ স্বার্থকে স্বীকৃতি দেওয়ার মতো বিষয়গুলো মেনে চললে তবেই মজবুত বিশ্ব গড়া যাবে।
* উল্লেখ্য়, গত সপ্তাহে লাদাখে চিনা বাহিনীর হাতে ভারতীয় জওয়ানদের মৃত্য়ুর পর এই প্রথমবার চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসলেন জয়শংকর। (Read the full story in English)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
সীমান্তে সংকটের জন্য় মোদী সরকারের ভ্রান্ত নীতিই দায়ী: সোনিয়া
করোনা মোকাবিলা থেকে হালের ভারত-চিন সীমান্ত সংঘাত, এই দুই ইস্য়ুকে হাতিয়ার করে আবারও মোদী সরকারকে বিঁধল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্র সরকারকে নিশানা করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, বিজেপি সরকারের ভুল নীতির জন্য়ই দেশের আজ এই আর্থিক হাল। মোদী সরকারের অব্য়বস্থার জন্য়ই আজ চিনা সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি।
*এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, ”ভয়ঙ্কর আর্থিক দূরাবস্থার মধ্য়ে পড়েছে ভারত, তারপর এখন চিনের সঙ্গে সীমান্ত বিবাদ। এসব হয়েছে বিজেপি সরকারের ভুল নীতি ও অব্য়বস্থার জন্য়। একথা অস্বীকার করা যায় না যে চলতি বছরের এপ্রিল-মে থেকে চিনা সেনা বাহিনী প্য়াংগং সো লেক ও গালওয়ান উপত্য়কায় অনুপ্রবেশ করেছে। সরকার একথা অস্বীকার করছে”।
*উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে দেশের আর্থিক সংকট নিয়ে যেমন একাধিক বার মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধীরা, তেমনই ইন্দো-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা। (বিস্তারিত পড়ুন-মোদী সরকারের অব্য়বস্থার জন্য়ই সীমান্তে সংকট: সোনিয়া)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
হজযাত্রা বাতিল করল ভারত সরকার
করোনার প্রকোপ চলছে সারা বিশ্বজুড়ে। সেই আবহে হজযাত্রা বাতিল করল ভারত সরকার। এমনকী মঙ্গলবার সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কোনও মূল্য না কেটেই হজ যাত্রীদের আবেদনের সমস্ত অর্থও ফেরত দেওয়া হবে।
*মুখতার আব্বাস নখভি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২০২০ সালের হজযাত্রায় সৌদি আরবে ভারত থেকে কোনও হজযাত্রীদের পাঠান হবে না। ২ লক্ষ ৩০ হাজারের মতো অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়েছে। সেই টাকার সম্পূর্ণটাই তীর্থযাত্রীদের সরাসরি ফিরিয়ে দেওয়া হবে।”
*কিছু দিন আগেই সৌদি আরব ঘোষণা করে যে এ বছর “অত্যন্ত সীমিত সংখ্যক” লোক নিয়ে এহজ পালনের অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এমন সিদ্ধান্ত তাও জানিয়ে দেওয়া সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরই এই সিদ্ধান্তে উপনীত হয় ভারত সরকার।
*সোমবার তীর্থযাত্রী তদারককারী মন্ত্রকের তরফে বলা হয়েছে, “এই অতিমারী থেকে মানুষকে রক্ষা করতে সব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক দূরত্ব মেনে চলাটাও খুব গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মের শিক্ষা মেনেই মানুষকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” (বিস্তারিত পড়ুন-এ বছর হজযাত্রা নয় সিদ্ধান্ত কেন্দ্রের)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালট?
করোনায় বিপর্যস্ত দেশ। এই ভাইরাসের থেকে পরিত্রাণ কবে তাও সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে তা নিশ্চিৎ করতে মরিয়া নির্বাচন কমিশন। প্রয়োজনে কোভিড-১৯ রোগীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে কমিশন।
*চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন থেকেই করোনা পডিটিভ ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দানের প্রক্রিয়া লাগু করতে পারে কমিশন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
*কোভিড রোগীদের পোস্টাল ব্যালটে ভোট দানের বিষয়টি ইতিমধ্যেই আইন মন্ত্রককের কাছে প্রস্তাব আকারে পেশ করা হয়েছে। মন্ত্রক তা গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিধি অনুসারে যাঁরা কোভিড-১৯ রোগী বলে বিবেচিত হবে তাঁরা ছাড়াও হোম কোয়ারেন্টাইনে থাকা বৈধ ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
*নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, ‘একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রিসাইডিং অফিসারের কাছে ভোটার আগেই জানাবেন যে তিনি কোভিড পজিটিভ। তা গ্রাহ্য বলে বিবেচিত হলে ওই ভোটার আর বুথে গিয়ে ভোট দিতে পারবেন না। তাঁকে পোস্টাল ব্যালট পাঠানো হবে।’ বিহার ভোটেই শুধু নয়, পরবর্তী ক্ষেত্রে অন্যন্য ভোট , এমনকী বাইপোলেও এই বিধি কার্যকর হতে পারে।’ (বিস্তারিত পড়ুন-ভারতের নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত, করোনা আক্রান্তদের জন্য পোস্টাল ব্যালট?)
দেশের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
হিন্দু সেনার রোষে চিনা দূতাবাসের সাইনবোর্ড
চিনা আগ্রাসনের প্রতিবাদে শামিল হল হিন্দু সেনা। দিল্লিতে চিনা দূতাবাসের বাইরে সাইনবোর্ডে কালো কাগজ লাগিয়ে দিলেন হিন্দু সেনার কর্মীরা। গত সপ্তাহে লাদাখে গালওয়ান উপত্য়কায় চিনা বাহিনীর হামলায় নিহত হয়েছে ২০ ভারতীয় সেনা জওয়ান। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার চিনা দূতাবাসের বাইরে সাইনবোর্ডকে টার্গেট করেন হিন্দু সেনার কর্মীরা।
* হিন্দু সেনার প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্তা বলেছেন, ''প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের পিপলস রিপাবলিকের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ কর্মসূচি। 'চিন গদ্দার হ্য়ায়, হিন্দি চিনি বাই বাই' পোস্টার দেওয়া হয়েছে চিনা দূতাবাসের সাইনবোর্ডে''।
* পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এ নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।
* এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ''কেউ একজন বোর্ডের উপর কালো কাগজ লাগিয়েছে। অভিযুক্তকে চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে''। (Read in English)
‘বিনামূল্যে আরও ৩ মাস রেশন দিন’, মোদীকে চিঠি সোনিয়ার
করোনার গ্রাসে গোটা দেশ। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিও ধুঁকছে। এই পরিস্থিতিতে আরও ৩ মাস বিনামূল্যে রেশন সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। পাশাপাশি যাঁদের রেশনকার্ড নেই অস্থায়ীভাবে তাঁদেরও রেশনকার্ড বিলির ব্যাপারেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেত্রী।
চিঠিতে সোনিয়া গান্ধী লিখেছেন, 'প্রায় তিন মাস দেশ লকডাউনে। লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ফলে গ্রাম ও শহরে জীবযাত্রার মানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষের খাদ্যাভাব মেটাতে আরও তিন মাস বিনামূল্যে রেশন সরবরাহ করা হোক।'
* সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন সরবরাহ করা হোক: সোনিয়া গান্ধী
* 'জাতীয় খাদ্য সুরক্ষা আিনে দরিদ্রদের ৫ কিলো করে চাল দেওয়া নিশ্চিৎ করা হোক'
* 'যাঁদের রেশনকার্ড নেই অস্থায়ীভাবে তাঁদেরও রেশনকার্ড বিলি করা হোক'
করোনা সংকটে ইতিমধ্যেই গরিব কল্যাণ যোজনা প্রকল্প ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত লকডাউনের জেরে সমস্যা পড়া গরিব মানুষকে সুবিধা দিতেই কেন্দ্রের এই উদ্যোগ। Read in English
দেশের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে