Advertisment

নজরে চিন-পাকিস্তান, সীমান্তে সেনার যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে কেন্দ্র

সেনার যোগাযোগ ব্যবস্থায় জোর দিতে প্রায় ৭,৮০০ কোটি টাকা খরচে অনুমোদন দিয়েছে মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army, ভারতীয় সেনা

প্রতীকী ছবি।

লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল প্রতিরক্ষা মন্ত্রক। সেনার যোগাযোগ ব্যবস্থায় জোর দিতে প্রায় ৭,৮০০ কোটি টাকা খরচে অনুমোদন দিয়েছে মন্ত্রক। বৃহস্পতিবারই তথ্যপ্রযুক্তি সংস্থা আইটিআইয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র। সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার কেবল, স্যাটেলাইট এবং মাইক্রোওয়েভ রেডিও যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, স্পর্শকাতর এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে এবং সেনার শক্তিবৃদ্ধি করতে এই প্রকল্প সহায়তা করবে। বর্তমানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সঙ্গে সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্ব লাদাখে প্যাংগং সো এলাকায় লালফৌজ অত্যাধুনিক অপটিক্যাল ফাইবার কেবল বসিয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। ফিঙ্গার ফোরে চিনের সামরিক নির্মাণ নজরে রয়েছে নয়াদিল্লির। তার জেরেই এই সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের। এই প্রকল্পের কাজ শেষ হলে আন্তর্জাতিক সীমান্ত, নিয়ন্ত্রণরেখা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ও পরিষেবা আরও মসৃণ হবে, জানিয়েছে মন্ত্রক।

আরও পড়ুন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ল পাকিস্তান, নিহত ২ সেনা

আইটিআই সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পকে বলা হচ্ছে, আর্মি স্ট্যাটিক সুইচড কমিউনিকেশন নেটওয়ার্ক (চতুর্থ পর্যায়)। এই প্রকল্পের কাজ শেষ হলে অপটিক্যাল ফাইবার কেবল, মাইক্রোওয়েভ রেডিও এবং স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian army Ladakh
Advertisment