India Bangladesh Relations: হিন্দুদের ওপর হামলা বরদাস্ত নয়, ইউনূসকে সাফ বার্তা ভারতের।
গতকাল ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারত আবারও বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার বিষয়ে তার উদ্বেগের প্রসঙ্গ তুলেছে। ঢাকায় ভারতীয় বিদেশ সচিব বাংলাদেশকে দেওয়া বার্তায় স্পষ্টভাবে বলেছেন, সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দিকে সবার আগে নজর দিতে হবে।
ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ইউনূসের সঙ্গে সাক্ষাতে হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। ভারতের তরফে স্পষ্ট করে বলা হয়, হিন্দু ও সংখ্যালঘুদের উপর হামলা বরদাস্ত করা হবে না। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিদেশ সচিব বাংলাদেশকে সাফ জানিয়ে দেন ভারত একটি ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক চায়।
বাংলাদেশের বিদেশ দফতরের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা শেষে বিক্রম মিস্রি বলেন, আমরা সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেছি এবং আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণ সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছি সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পত্তির উপর হামলার ঘটনারও উল্লেখ করা হয়েছে আলোচনায়। বাংলাদেশের তরফে পারস্পরিক বিষয়ে একসঙ্গে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে।
শেখ হাসিনার অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারতের বিদেশ সচিব পর্যায়ের এই বৈঠকে নজর ছিল গোটা বিশ্বের। এই সফর দু'দেশের সম্পর্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সেখানকার হিন্দুদের টার্গেট করা হচ্ছে।