Advertisment

ট্রেনের চা-কফির দাম বাড়ছে

আগে ট্রেনের চা খেতে হলে যাত্রীদের পকেট থেকে যেত কাপ পিছু ৭টাকা। এবার কাপ প্রতি চায়ের দাম বেড়ে হয়েছে ১০ টাকা। ১৫০ এমএল কফি খেতে হলেও ৭ টাকার বদলে এবার থেকে ট্রেনের যাত্রীদের গুণতে হবে ১০ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
train, ট্রেন

ট্রেনের চা-কফির দাম বাড়ছে। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ট্রেনের দুলুনি খেতে চায়ের কাপে চুমুক দেওয়ার আনন্দে এবার খানিকটা হলেও ফিকে হচ্ছে। ট্রেনের চা-কফিতে চুমুক দিতে হলে এবার আপনার পকেট থেকে বাড়তি টাকা গুণতে হবে। হ্যাঁ, ট্রেনের চা-কফির দাম বাড়ছে। এমনই সার্কুলার জারি করল ভারতীয় রেলওয়ে বোর্ড। ট্রেনের চা-কফির দাম বৃদ্ধির প্রস্তাব দেয় আইআরসিটিসি। সেই প্রস্তাবেই এদিন সিলমোহর দিল রেলওয়ে বোর্ড। দেশের সমস্ত রোল জোনেই চা-কফির নয়া দাম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Advertisment

রেল সূত্রে জানা গিয়েছে, আগে ট্রেনের চা খেতে হলে যাত্রীদের পকেট থেকে যেত কাপ পিছু ৭টাকা। এবার কাপ প্রতি চায়ের দাম বেড়ে হয়েছে ১০ টাকা। ১৫০ এমএল কফি খেতে হলেও ৭ টাকার বদলে এবার থেকে ট্রেনের যাত্রীদের গুণতে হবে ১০ টাকা। তবে রেডিমেড চা বিক্রি করা হবে কাপ প্রতি ৫ টাকা করে। তবে শুধু দাম বাড়ানোই নয়, ভাঁড়ে করে চা পরিবেশনে দাঁড়ি টানা হচ্ছে বলেও জানা গিয়েছে। অনেক যাত্রী এতে অর্ডার করেন না বলেই এই সিদ্ধান্ত বলে মত এক রেল আধিকারিকের।অন্যদিকে, ভাঁড়ে ২৮৫ এমএল চা (দাম ছিল ১০টাকা) ও ২৮৫ এমএল কফি (দাম ছিল ১৫টাকা) বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, প্রহরীবিহীন লেভেল ক্রসিং থেকে সম্পূর্ণ মুক্তির পথে ভারতের রেলপথ

চা-কফির দাম বৃদ্ধি প্রসঙ্গে রেলের এক আধিকারিক বলেন,‘‘ট্রেনের চা-কফির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল আইআরসিটিসি। আইআরসিটিসি-র সেই প্রস্তাবকে অনুমোদন করেছে রেলওয়ে বোর্ড। এটা সামান্য দাম বৃদ্ধি।’ এছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে কাটছাঁট করা হচ্ছে বলেও জানান ওই রেল আধিকারিক। রেল সূত্রে জানা গিয়েছে, বোর্ডের সব জোনকে প্রয়োজন মতো লাইসেন্স ফি বদল করে নতুন দাম ধার্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে চা-কফির দাম বৃদ্ধির আঁচ পড়ছে না রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের যাত্রীদের ক্ষেত্রে। উল্লেখ্য সাড়ে তিনশো ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, যেখানে খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে আইআরসিটিসি।

IRCTC indian railway
Advertisment