IRCTC Special Trains Ticket Booking Online: করোনা-কালে বাড়তি ট্রেন চালানোর কথা আগেই জানিয়েছিল ভারতীয় রেল। বৃহস্পতিবার অতিরিক্ত ৮০টি ট্রেনের বুকিং শুরু করল রেল। এই ৮০টি ট্রেনের মধ্য়ে রয়েছে একটি বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী ট্রেন ও একটি সাপ্তাহিক শ্রমিক স্পেশাল। আগামী ১২ সেপ্টেম্বর থেকে চলবে এই ট্রেনগুলি।
এই ট্রেনগুলির টিকিট আইআরসিটিসি-র ওয়েবসাইট (https://www.irctc.co.in/) থেকে কাটা যাবে। পাশাপাশি আইআরসিটিসি-র মোবাইল অ্য়াপ থেকেও টিকিট মিলবে।
বর্তমানে ৩০টি স্পেশাল রাজধানী ও ২০০টি স্পেশাল মেল এক্সপ্রেস চালাচ্ছে রেল। এই ট্রেনগুলির সঙ্গে বাড়তি ট্রেন চালানো হবে। এগুলির মধ্য়ে কয়েকটি ট্রেন সাপ্তাহিক ও দ্বি-সাপ্তাহিক।
আরও পড়ুন: ভারতে বন্ধ হয়ে গেল অক্সফোর্ডের ভ্য়াকসিনের ট্রায়াল
উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে সমস্ত ধরনের যাত্রীবাহী ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য় বন্ধ থাকবে বলে ভারতীয় রেলের তরফে আগেই জানানো হয়েছে। তবে, শুধুমাত্র স্পেশাল ট্রেন চালানো হবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে দেশে বন্ধ রয়েছে লোকান ট্রেন ও যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন। শুধুমাত্র স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। গত ১২ মে থেকে কিছু নির্দিষ্ট সংখ্য়ক ট্রেন পরিষেবা চালু করে রেল। এরপর গত ১ জুন থেকে ১০০টিরও বেশি ট্রেন চালানো শুরু করে। লকডাউনে বিভিন্ন রাজ্য়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেনও চালু করা হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন