সীমান্ত সংঘাত এড়াতে এলএসি বরাবর বাহিনী সরাতে সায় দিল ভারত-চিন। রবিবার নবম রাউন্ডের সামরিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, চিনের চুসুল-মোলডো সীমান্তে এই দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। রবিবার ম্যারাথন এই বৈঠক শুরু হয় সকাল ১০টায়। শেষ হয়েছে সন্ধ্যায়।
জানা গিয়েছে, আড়াই মাস বাদে ফের সীমান্ত সংঘাত এড়াতে সক্রিয় হল দুই বাহিনী। এর আগে দুই দেশের সামরিক বাহিনীর তরফে প্রায় ৫০ হাজার অতিরিক্ত সেনা এলএসিতে মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি পাঠানো হয়েছিল অস্ত্র সম্ভার, ট্যাঙ্ক ও বায়ু সেনার বিমান-কপ্টার।
আরও পড়ুন এবার নাকুলা-য় ভারত-চিন সেনা সংঘর্ষ, বানচাল লাল-ফৌজের অনুপ্রবেশের চেষ্টা
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, দুই দেশের রাষ্ট্রপ্রধানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রবিবার বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা ও দরাদরির মাধ্যমে সীমান্তে শান্তি-সম্প্রীতি এবং দ্বিপাক্ষিক সৌহার্দ্য বজায়ে সহমত পোষণ করা হয়েছে।
জানা গিয়েছে, দুই বাহিনীর শীর্ষকর্তারা জানিয়েছেন, ইন্দো-চিন সীমান্তের পশ্চিম প্রান্ত থেকে ধাপে ধাপে সরানো হবে বাহিনী। পাশাপাশি নবম রাউন্ডের বৈঠক ইতিবাচক এবং গঠনমূলক, যা দ্বিপাক্ষিক বিশ্বাস ও বোঝাপড়া আরও বাড়াবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন