Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার ডাক দিয়েছে সেনা বাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার নাগাদ সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি তিনি এও জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫-র আশেপাশে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে এই খবর জানা গিয়েছে। বুধবার বিকেলে সেনা সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সেনা প্রধান।
আরও পড়ুন - < পুড়ছে বাড়িঘর, লুঠ-খুন-ধর্ষণ, ভয়াবহ অবস্থা বাংলাদেশে, প্রাণভয়ে ভারতে বহু মানুষ >
গত সোমবার দেশ ছেড়ে ভারতে নিরাপদে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর রাষ্ট্রপতির নির্দেশে জেলমুক্তি বিএনপি নেত্রী খালেদা জিয়ার। তিনি ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতির বদলে ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যারিস থেকে দেশে ফিরে পদ্মাপারের শান্তি কী ফিরিয়ে আনতে পারবেন মহম্মদ ইউনূস? গোটা বিশ্বের নজর এখন সেদিকেই।