/indian-express-bangla/media/media_files/2024/10/24/fFeBXxwGisT7fgG7jWmM.jpg)
হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা
Chhatra League: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কে (বিসিএল) নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সিনিয়র সচিব মহাম্মদ আবদুল মোমেন এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে "বাংলাদেশ সরকার সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে,"। সংবাদ সংস্থা এএফপি সরকারি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে গত ১৫ বছরে একাধিক অভিযোগ সামনে এসেছে এর মধ্যে রয়েছে "হত্যা, হয়রানি, নির্যাতনের ঘটনা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিধান অনুযায়ী ছাত্রলীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য গত জুলাইয়ে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হিংসার আকার ধারণ করে যখন ছাত্র লীগের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। পাশাপাশি ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন চলাকলীন সময়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। এর ফলে শ'য়ে শ'য়ে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'! ১৪ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ, প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা বাংলার উপকুলে
অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ১৮(১) ধারায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, 'বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কলঙ্কমুক্ত। আমরা অন্তর্বর্তী সরকারকেএর জন্য ধন্যবাদ জানাতে চাই'।