Advertisment

Cyclone Dana: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'দানা', ল্যান্ডফল প্রক্রিয়া এখনও চলছে, দুর্যোগ আরও বাড়বে বঙ্গে?

Cyclone Dana News Updates: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ওড়িশার ভিতরকণিকা-ধামারায় লণ্ডভণ্ড পরিস্থিতি। ঝড়-বৃষ্টির প্রবল দাপট পড়শি রাজ্যের ভদ্রকে। ব্যাপক প্রভাব এরাজ্যেও।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Cyclone dana landfall,cyclone dana,dana, dana,ঘূর্ণিঝড় দানা, ঘূর্ণিঝড়

Cyclone Dana: প্রবল শক্তিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা।

Cyclone Dana News Today Updates: পূর্বাভাস মতোই আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Cyclone Dana)। গতকাল রাত ১১:৩০ টা থেকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যায়। দানার দাপটে উত্তাল পরিস্থিতি এই রাজ্যের উপকূলেও। তীব্র জলোচ্ছ্বাস দিঘা, মন্দারমণিতে। প্রবল জলোচ্ছ্বাস দেখা যায় বকখালি-ফ্রেজারগঞ্জেও। উপকূলের বাসিন্দাদের আশ্রয় শিবিরগুলিতে এনে রাখা হয়েছে।

Advertisment

আরও পড়ুন কাঁপুনি ধরাচ্ছে 'দানা'-আতঙ্ক! তছনছ হতে পারে বাংলা? ঘূর্ণিঝড় মোকাবিলায় কী ব্যবস্থা রাজ্যের?

গতকাল রাত থেকেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে কলকাতা পুরসভায় রাত জাগলেন মেয়র ফিরহাদ হাকিম। একইভাবে বিদ্যুৎ ভবনে রাত্রিযাপন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের। গতকাল রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দানার ল্যান্ডফল প্রক্রিয়া। শুক্রবার সকাল পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এদিকে ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি ওড়িশার ধামারা, ভিতরকণিকা, ভদ্রক সহ উপকূলের বিস্তীর্ণ এলাকায়।

এই রাজ্যেও প্রভ দানার। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির দাপট চলছে। শুক্রবার সকাল থেকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ল্যান্ডফল প্রক্রিয়া যতক্ষণ ধরে চলবে ঝড়-বৃষ্টির দাপটও জোরালো থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে এই জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে দুর্যোগ চলবে।

আরও পড়ুন- Cyclone Dana Updates-Digha: ঘূর্ণিঝড়ের রুদ্র রূপ দিঘায় থেকেই দেখবেন, আজব বায়না পর্যটকদের! সমুদ্রের দিকে যেতেই...

https://www.youtube.com/watch?v=UKmWwa_o4YY&feature=youtu.be

আরও পড়ুন- Cyclone Dana Update: রাক্ষুসে শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা! বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব?

আরও পড়ুন- Cyclone Dana Update-Kanti Ganguly:'ঝড়ের আগে কান্তি আসে', 'দানা' ডানা ঝাপটানোর আগেই সুন্দরবনে বর্ষীয়ান CPM নেতা

আরও পড়ুন- Cyclone Dana Update: আমফানের থেকেও ভয়ানক শক্তিধর দানা? ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে কী বলল আবহাওয়া দফতর?

ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের উপকূলবর্তী এলাকায় দুর্যোগের বহর বেশ বেড়েছে। সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলি থেকে ৫০ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে। এলাকায় সাড়ে চারশোর বেশি আশ্রয় শিবির চালু রয়েছে। সেই শিবিরগুলিতে এনে রাখা হয়েছে উপকূল এলাকার বাসিন্দাদের।

  • Oct 25, 2024 07:54 IST
    Cyclone Dana News Live: লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর

    পড়শি রাজ্য ওড়িশায় তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড়ের প্রবল দাপট লক্ষ্য করা গিয়েছে। এক কথায় লণ্ডভণ্ড পরিস্থিতি বেশ কিছু এলাকায়। দিঘা, মন্দারমণিতে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের নোনা জল ঢুকে পড়ল নিচু জমিতে।



  • Oct 25, 2024 07:50 IST
    Cyclone Dana News Live: বিদ্যুতের খুঁটি উপড়ে বিপত্তি

    ঘূর্ণিঝড় দানার দাপটে প্রবল ঝড়-বৃষ্টি রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। কাকদ্বীপে প্রবল ঝড়ে উপড়ে পড়ল বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় বিদ্যুৎ দফতররে কর্মীরা। বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন।



  • Oct 25, 2024 07:46 IST
    Cyclone Dana News Live: বন্ধ ফেরি সার্ভিস

    ঘূর্ণিঝড় দানার দাপটে কলকাতায় বন্ধ ফেরি সার্ভিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাওড়া-কলকাতা ফেরি সার্ভিস বন্ধ। যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করেই ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফেরিঘাটে নজরদারিতে রয়েছেন প্রশাসনের কর্মীরা।



  • Oct 24, 2024 22:40 IST
    Cyclone Dana News Live: রাতেই ল্যান্ডফলের সম্ভাবনা

    Cyclone Dana Live Update: দূরত্ব আরও কমল ঘূর্ণিঝড়ের। ওড়িশার পারাদ্বীপ থেকে এখন মাত্র ৬০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে রয়েছে দানা। রাতেই ল্যান্ডফলের সম্ভাবনা।



  • Oct 24, 2024 22:03 IST
    Cyclone Dana News Live: আর কয়েক ঘণ্টাতেই ল্যান্ডফল!

    Cyclone Dana Live Update: ওড়িশার পারাদ্বীপ থেকে এখন মাত্র ৭০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে রয়েছে দানা। ধামারা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।



  • Oct 24, 2024 21:22 IST
    Cyclone Dana News Live: আরও কাছে চলে এল 'দানা', সাগরে ১২৫ কিলোমিটার বেগে ঝড়

    Cyclone Dana Live Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থলভাগের আরও কাছে এগিয়েছে ঘূর্ণিঝড় দানা। শেষ ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। তার আগে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে স্থলের দিকে এগোচ্ছিল দানা। এবার একলাফে অনেকটাই বাড়ল গতিবেগ। সমুদ্রের উপর ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ১২৫ কিলোমিটার। রাত সাড়ে আটটার বুলেটিনে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশার পারাদ্বীপ থেকে এখন মাত্র ৯০ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে রয়েছে দানা। ধামারা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে ঘূর্ণিঝড়।



  • Oct 24, 2024 21:10 IST
    Cyclone Dana News Live: নবান্নের কন্ট্রোল রুমে 'দানা'র গতিবিধিতে নজর রাখছেন মমতা

    Cyclone Dana Live Update: ঘূর্ণিঝড় দানার গতিবিধি নজরে রাখতে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই কন্ট্রোল রুমে রয়েছেন মমতা। নজর রেখেছেন জায়ান্ট স্ক্রিনে। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। জায়ান্ট স্ক্রিনে ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নজরে রাখছেন তিনি।

    The monitoring of Cyclone Dana from the state's Emergency Operation Centre at Nabanna | নবান্নে রাজ্যের এমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে ঘূর্ণিঝড় ডানা পর্যবেক্ষণ

    Posted by Mamata Banerjee on Thursday, October 24, 2024



  • Oct 24, 2024 20:54 IST
    Cyclone Dana News Live: বাংলার কোন কোন জেলায় বেশি তাণ্ডব চালাবে 'দানা'?

    Cyclone Dana Live Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ওড়িশায় ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল হলেও তার প্রভাব পড়বে এ রাজ্য়েও। সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই দুটি জেলারই একটা বড় অংশ সমুদ্র তীরবর্তী। সেখানে অতি ভারী বৃষ্টির সঙ্গে চলবে দুরন্ত বেগে ঝড়। ল্যান্ডফলের সময় উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

    আবহবিদদের মতে, পূর্ব মেদিনীপুরের থেকে দক্ষিণ ২৪ পরগনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। কারণ এই জেলায় নদীবাঁধ ভাঙন একটা বড় সমস্যা। পাশাপাশি বেশ কিছু দ্বীপ রয়েছে, এই সব দ্বীপে ঘূর্ণিঝড়ের তাণ্ডব বেশি হতে পারে। উল্লেখ্য, ২০০৯ সালে আয়লা এবং ২০২১ সালে আমফানের প্রভাব সব থেকে বেশি পড়েছিল এই জেলায়।



  • Oct 24, 2024 19:56 IST
    Cyclone Dana News Live: ওড়িশা-বাংলা ছাড়া আরও ৫ রাজ্যে 'দানা'র তাণ্ডব

    Cyclone Dana Live Update: মৌসম ভবন জানিয়েছে, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের ৫ রাজ্যে প্রভাব পড়বে ঘূর্ণিঝড় দানার। ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড় এবং তামিলনাড়ুতে। ইতিমধ্যেই বিহারের ১২টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। 



  • Oct 24, 2024 19:48 IST
    Cyclone Dana News Live: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে দানা, উপকূলে ঝড়-বৃষ্টি শুরু

    Cyclone Dana Live Update: ধেয়ে আসছে দানা। উপকূলে শুরু ঝড়-বৃষ্টি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা-ধামারার মাঝে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১২০ কিলোমিটার।



  • Oct 24, 2024 18:52 IST
    Cyclone Dana News Live: ঘূর্ণিঝড়ের আতঙ্কে বাতিল ৩০০ উড়ান, ৫৫০ ট্রেন

    Cyclone Dana Live Update: ঘূর্ণিঝড় দানার আতঙ্কে বন্ধ কলকাতা এবং ভুবনেশ্বর বিমানবন্দর। বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিমান ওঠানামা। ভুবনেশ্বরেও আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধে থেকে শুক্রবার ১৬ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। এদিকে, রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল প্রায় ৫৫০টি ট্রেন।



  • Oct 24, 2024 17:42 IST
    Cyclone Dana News Live: সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে 'দানা'

    Cyclone Dana Live Update: আলিপুর আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে।



  • Oct 24, 2024 17:40 IST
    Cyclone Dana News Live: বিশাল ঢেউয়ের ঝাপটা আসবে

    Cyclone Dana Live Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলার উপকূলে বৃহস্পতিবার রাত ২.৩০টে থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ঢেউ উঠতে পারে ৯.৮৪ ফুট থেকে ১৪.৪৩ ফুট পর্যন্ত। এই সময়ের ব্যবধানের মধ্যে উপকূল এলাকা খালি রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নৌকা, ছোট ছোট জলযান নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে।



  • Oct 24, 2024 17:16 IST
    Cyclone Dana News Live: ১৪ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ

    Cyclone Dana Live Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে এই প্রবল ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দানার ল্যান্ডফলের সম্য় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। ল্যান্ডফলের সময় বাংলার উপকূলে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, ১৪ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ।



  • Oct 24, 2024 16:02 IST
    Cyclone Dana News Live: সমুদ্র পাড়ে মাইকিং

    Cyclone Dana Live Update: পর্যটকদের সতর্ক করতে বারবার দিঘার সমুদ্র পাড়ে মাইকিং প্রশাসনের। সমুদ্রের পাড় থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বারবার আবেদন করা হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। সি-বিচের দোকানগুলিও বন্ধ রাখা হয়েছে।

    cyclone digha,digha,Cyclone,digha sea beach, ঘূর্ণিঝড় দানা, দিঘা, মাইকিং
    দিঘার সমুদ্র পাড়ে মাইকিং। ছবি-দেবাঞ্জনা মাইতি।



  • Oct 24, 2024 15:58 IST
    পুলিশের কড়া নজর

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। উত্তাল দিঘার সমুদ্র। দিঘায় সমুদ্র সৈকতে পুলিশের পদস্থ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেককে বারবার সতর্ক করা হচ্ছে। পুলিশের পদস্থ কর্তারা দাঁড়িয়ে থেকে সব কাজের তদারকি করছেন।

    cyclone dana update,cyclone dana,digha, police, ঘূর্ণিঝড় দানা, পুলিশ, দিঘা
    দিঘার সমুদ্র সৈকতে পুলিশের আধিকারিকরাও। ছবি-দেবাঞ্জনা মাইতি।



  • Oct 24, 2024 15:54 IST
    দিঘার সমুদ্র পাড় ফাঁকা

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। উত্তাল দিঘার সমুদ্র। পর্যটকদের সমুদ্রের পাড়ে যেতে নিষেধ প্রশাসনের কর্মীদের। দিঘার সমুদ্র সৈকতে মোতায়েন পর্যাপ্ত সংখ্যায় সুরক্ষাকর্মী। সমুদ্র পাড়ের আশেপাশে পর্যটকদের দেখলেই সতর্ক করা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও প্রশাসনের সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে আবেদন করা হচ্ছে।

    Cyclone Dana Update,cyclone dana, digha, sea beach,ঘূর্ণিঝড় দানা, দিঘা, দীঘা
    দিঘার সমুদ্র পাড় ফাঁকা। ছবি- দেবাঞ্জনা মাইতি।

     



  • Oct 24, 2024 15:47 IST
    ট্রলার ফিরেছে কিনা খোঁজ মন্ত্রীর

    মৎস্যজীবীদের জন্য ভীষণ উদ্বেগে খোদ মৎস্যমন্ত্রী। বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্তে থাকা সব ট্রলার উপকূলে ফিরেছে কিনা খোঁজ নিচ্ছেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। দফতরের আধিকারিকদের বারবার মৎস্যজীবী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ মন্ত্রীর।



  • Oct 24, 2024 15:46 IST
    উপকূলে হাই অ্যালার্ট

    পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তাজপুর, শংকরপুর, দিঘা সহ উপকূলবর্তী এলাকা পরিদর্শনে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ এলাকার বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের সরানো হয়েছে সমুদ্রের পাড় থেকে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতেবহু মানুষকে নিরাপদ দূরত্বে সরানো হয়েছে। 



  • Oct 24, 2024 13:26 IST
    'বেয়াড়া' পর্যটক সামলাতে নাজেহাল!

    দিঘায় পর্যটকদের একাংশকে সামলাতে নাজেহাল দশা হচ্ছে প্রশাসনের কর্মীদের। বারবার সতর্ক করা হলেও প্রশাসনের কর্মীদের নজর এড়িয়ে বেশ কিছু পর্যটক সমুদ্রের পাড়ে যাওয়ার চেষ্টা করছেন। সমুদ্রের পাড়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই তাঁরা সেলফি নিচ্ছেন। একসঙ্গে গ্রুপ ফটো তুলছেন অনেকে। বিপদের প্রবল ঝুঁকি জেনেও নির্বিকার একাংশের পর্যটক। 



  • Oct 24, 2024 12:15 IST
    স্থলভাগের আরও কাছে দানা

    Cyclone Dana Update: ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দূরে দানা। ধামারা থেকে দানার দূরত্ব এখন ২৪০ কিলোমিটার। সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দূরে দানা।



  • Oct 24, 2024 12:12 IST
    আসছে দানা, বৈঠকে মুখ্যমন্ত্রী

    দুর্গাপুজোর পর আজ প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে নবান্নে ক্যাবিনেট বৈঠক। আজকের বৈঠকে ঘূর্ণিঝড় দানা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের কোন দফতর ঠিক কেমন ব্যবস্থা নিয়েছে, সেব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট দেবেন মন্ত্রীরা। 



  • Oct 24, 2024 11:50 IST
    ল্যান্ডফলের জায়গা বদল?

    Cyclone Dana Update: অসীম শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তবে বৃহস্পতিবার উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ধামরা সমুদ্র বন্দরের দিকেই প্রবল শক্তিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। সব কিছু ঠিকঠাক থাকলে এখানেই আছড়ে পড়তে পারে এই ঝড়।



  • Oct 24, 2024 11:33 IST
    এগোচ্ছে দানা, চূড়ান্ত সতর্কতা ওডিশায়

    ঘূর্ণিঝড় দানা আজ রাতে স্থলভাগে আঘাত হানতে পারে। ওডিশায় তুমুল সতর্কতা। এক প্রশাসনিক আধিকারিক বলেছেন, “আমরা আটটি দল গঠন করেছি যারা জেলা প্রশাসনকে সহযোগিতা করবে। ভিতরকর্ণিকার মূল পরিসরে, আমরা ছয়টি দল মোতায়েন করেছি। বেশ কিছু চ্যালেঞ্জ আছে... স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া, রাস্তা পরিষ্কার করা, প্রাণীদের উদ্ধার করা।” 



  • Oct 24, 2024 10:43 IST
    সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

    ঘূর্ণিঝড় 'দানা' আজ রাতে ভিতরকানিকা এবং ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে। প্রায় ৪ লক্ষ লোককে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে গিয়েছে ওড়িশা প্রশাসন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জেলা প্রশাসনকে ১১ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে বলেছেন।



  • Oct 24, 2024 10:30 IST
    ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে

    বুধবারই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বৃহস্পতিবার ভোররাত থেকেই। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়ছে বৃহস্পতিবার বেলা যত বাড়বে ততই আবহাওয়া আরও খারাপ হবে। ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়বে। বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতার পাশাপাশি উপকূলের জেলাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ও সঙ্গে চলবে বৃষ্টি।



  • Oct 24, 2024 09:33 IST
    দানা এখন আরও শক্তিশালী

    শক্তি আরও বাড়ল ঘূর্ণিঝড় দানার। বিরাট শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়। ইতিমধ্যেই এরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি ছাড়াও দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বৃষ্টি শুরু। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যাচ্ছে। 



  • Oct 24, 2024 09:28 IST
    দানার প্রভাব শুরু পুরীতে

    বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মাঝে কোনও একটি জায়গায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। এই ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে ওড়িশার সৈকত নগরী পুরীতে। উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়া প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার জোগাড় সাগরপাড়ে।  



  • Oct 24, 2024 08:10 IST
    উপকূলের আশ্রয় শিবিরগুলিতে বাড়ছে ভিড়

    আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় দানা। বাংলার উপকূলের জেলাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলি থেকে হাজার-হাজার মানুষকে সরানো হয়েছে। এলাকার আশ্রয় শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। ওই এলাকায় সাড়ে চারশোর বেশি আশ্রয় শিবির রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  



  • Oct 24, 2024 08:00 IST
    দানা আতঙ্কে চেন দিয়ে বাঁধা হল ট্রেন

    ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। শালিমার স্টেশনে রেল ইয়ার্ডে চূড়ান্ত সাবধানতা অবলম্বন রেলকর্মীদের। রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি ট্রেন চেন দিয়ে বাঁধা হল। ঝড়ের দাপটে ট্রেনের চাকা গড়িয়ে যেতে পারে। সেই কারণেই চেন দিয়ে বাঁধা হল ট্রেন। 



  • Oct 24, 2024 07:53 IST
    Cyclone Dana News Live: ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে?

    Cyclone Dana Live Update: ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ওড়িশার পুরী থেকে বাংলার সাগরদ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকাজুড়ে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।



  • Oct 23, 2024 19:14 IST
    Cyclone Dana News Live: ঘূর্ণিঝড়ের আতঙ্কে ২ দিন বন্ধ পুরীর জগন্নাথ মন্দির এবং কোনারক

    Cyclone Dana Live Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় দানা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার ঠিক ২৪ ঘণ্টা পর ঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারের মধ্যবর্তী এলাকায় শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যে কোনও অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে পুরীর জগন্নথা মন্দির এবং কোনারক মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বুধবার থেকে আগামী ২ দিন বন্ধ থাকবে দুটি মন্দির। পরিস্থিতি বিবেচনা মন্দির খোলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।



  • Oct 23, 2024 17:09 IST
    Cyclone Dana News Live: উপকূল এলাকায় লাল সতর্কতা জারি

    Cyclone Dana Live Update: বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে দুর্যোগ চলবে।



  • Oct 23, 2024 17:08 IST
    Cyclone Dana News Live: কোথায় ল্যান্ডফল 'দানা'র?

    Cyclone Dana Live Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় দানা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার ঠিক ২৪ ঘণ্টা পর ঝড় আছড়ে পড়তে পারে স্থলভাগে। ওড়িশার ভিতরকণিকা এবং ধামারের মধ্যবর্তী এলাকায় শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।



  • Oct 23, 2024 17:07 IST
    Cyclone Dana News Live: কলকাতায় ৪০-৫০ কিমি বেগে ঝড়

    Cyclone Dana Live Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেল থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 



  • Oct 23, 2024 17:06 IST
    Cyclone Dana News Live: বঙ্গোপসাগরে আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়

    Cyclone Dana Live Update: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফুঁসতে শুরু করেছে সাগর। বঙ্গোপসাগরে আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে বুধবার দুপুর থেকেই কলকাতা-শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধে থেকে শুরু হতে পারে ঝড়। হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে, দোসর হবে ব্য়াপক বৃষ্টি।



  • Oct 23, 2024 14:53 IST
    Cyclone Dana News Live: দানার ভয়ে আতঙ্কিত সুন্দরবনবাসী

    Cyclone Dana Live Update: ঘূর্ণিঝড় দানার জেরে ইতিমধ্যে আতঙ্কিত সুন্দরবনবাসী। মঙ্গলবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর তরফ থেকে কাকদ্বীপের এসডিও অফিসে দফায় দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়। উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়ার ইতিমধ্যে ব্যবস্থা শুরু করে দিয়েছে দিয়েছে ব্লক প্রশাসন।



  • Oct 23, 2024 14:51 IST
    Cyclone Dana News Live: গঙ্গাসাগরে বন্ধ ফেরি সার্ভিস

    Cyclone Dana Live Update: ঘূর্ণিঝড়ের সতর্কতায় বন্ধ করা হল ফেরি সার্ভিস। শুক্রবার পরিস্থিতি বিচার করে ফেরি সার্ভিস চালু হবে, কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া লাস্ট ভেসেল ছাড়ল বুধবার। প্রশাসন সূত্রে খবর সুন্দরবনের সমস্ত ফেরি সার্ভিস আজ থেকে বন্ধ করা হয়েছে।



  • Oct 23, 2024 13:56 IST
    Cyclone Dana News Live: কাল থেকেই ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতে

    Cyclone Dana Live Update: বৃহস্পতিবার থেকেই বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ সরকারের।



  • Oct 23, 2024 12:50 IST
    Cyclone Dana Live Updates: এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা, বৃহস্পতিবার সকালেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে

    আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ভোরেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। 

    মৌসম ভবন জানিয়েছে, গত ৬ ঘণ্টায় ঘূর্ণিঝড় দানা ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়। ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে দানা। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ পৌঁছবে ঘণ্টায় সর্বাধিক ১২০ কিলোমিটার।



  • Oct 23, 2024 12:17 IST
    Cyclone Dana Live Updates: কোন কোন জেলায় বন্ধ স্কুল?

    দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা-এই ৯টি জেলায় সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার কথা বলা হয়েছে স্কুলশিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে।



  • Oct 23, 2024 12:15 IST
    Cyclone Dana Live Updates: আজ থেকে শনিবার সব স্কুল-কলেজ বন্ধ

    দানার জেরে বাংলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা। সতর্কতামূলক ভাবে রাজ্যের ৯টি জেলায় সব স্কুল বন্ধ রাখছে সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বুধবার থেকে শনিবার ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি বুধবার থেকে শনিবার ৯ জেলার সব কলেজে ক্লাস বন্ধ থাকবে।'



  • Oct 23, 2024 11:09 IST
    Cyclone Dana Live Updates: আমফান, ফণীর স্মৃতি ফেরাতে পারে 'দানা'

    আমফান, ফণীর স্মৃতি ফেরাতে পারে 'দানা'। আবহবিদদের আশঙ্কা, যেভাবে নিম্নচাপে অভিমুখ বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে, তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর প্রবল বেগে আঘাত হানতে পারে স্থলভাগে। 



  • Oct 23, 2024 11:07 IST
    Cyclone Dana Live Updates: ফুঁসছে সাগর, উপকূলবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের

    ফুঁসছে সাগর। দিঘার সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। এই অবস্থায় কড়া সতর্কতা পূর্ব মেদিনীপুর প্রশাসনের। জেলার সমুদ্র তীরবর্তী এলাকগুলি থেকে বাসিন্দাদের অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পর্যটকরা হতাশ হয়েছেন প্রশাসনের সিদ্ধান্ত। অনেকেই দিঘা-শঙ্করপুরে ভিড় করেছিলেন সাগরের উত্তাল রূপ দেখবেন বলে। 



  • Oct 23, 2024 10:01 IST
    Cyclone Dana Live Updates: দানা আতঙ্কে বাতিল ১৬০টি লোকাল ট্রেন

    দানা আতঙ্কে শিয়ালদহ শাখায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল। বৃহস্পতিবার সন্ধে থেকেই বেশ কিছু শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের দিকে কোনও ট্রেন যাবে না। শিয়ালদহ থেকে বারাসত এবং হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।



  • Oct 23, 2024 09:56 IST
    Cyclone Dana Live Updates: বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা

    ঘূর্ণিঝড়ের দাপটে বৃহস্পতিবার থেকে দুর্যোগের আশঙ্কা।  কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।



  • Oct 23, 2024 09:44 IST
    Cyclone Dana Live Updates: বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

    ঘূর্ণিঝড় দানার জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বুধবার বাতিল হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশ্যাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।



  • Oct 23, 2024 09:43 IST
    Cyclone Dana Live Updates: পুরীতে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের

    ঘূর্ণিঝড় দানার আতঙ্কে পুরীতে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের। আজ, বুধবার থেকে পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে পুরী প্রশাসন। ২৩ থেকে ২৫ তারিখ ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওড়িশা প্রশাসনের তরফে।



  • Oct 23, 2024 09:41 IST
    Cyclone Dana Live Updates: দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা

    বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে তৈরি হয়ে গিয়েছে 'দানা' মোকাবিলার প্রস্তুতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস পেয়ে গভীর সমুদ্র থেকে ফিরে এসেছেন মৎসজীবীরা। বুধবার থেকে দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। 



  • Oct 23, 2024 09:40 IST
    Cyclone Dana Live Updates: বাংলায় টানা ৩ দিন দুর্যোগের আশঙ্কা

    ঘূর্ণিঝড় দানার প্রভাবে বাংলায় টানা ৩ দিন ধরে প্রবল দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে কড়া সতর্কতা। ৯টি জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ স্কুল।



cyclone IMD Severe Cyclone Super Cyclone Heavy Rainfall Bengal Weather Forecast IMD Kolkata Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment