/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/mehul1.jpg)
মেহুল চোকসি। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
আরও বেকায়দায় পড়লেন হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার ঘটনায় এবার মেহুলের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। নীরবের মামার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আর্জি জানিয়েছিল সিবিআই। আগেই চোকসির ভাগ্নে নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল।
উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে দেশে একের পর এক গণপিটুনির ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছিলেন মেহুল চোকসি। গত এপ্রিল ও মে মাসে তাঁর বিরুদ্ধে জারি করা ২টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা খারিজের আর্জি জানানোর পাশাপাশি তিনি কেন আদালতে হাজিরা দিচ্ছেন না, তার ১০টি কারণ দেখিয়েছিলেন এই হীরে ব্যবসায়ী। আদালতে আবেদনপত্রে মেহুল লিখেছিলেন, গণপিটুনিতে হত্যার ঘটনা প্রায়শই ঘটছে এ দেশে। এমনকি, জেলের মধ্যেও গণপিটুনির একটা ঘটনার প্রসঙ্গ টানেন নীরবের মামা। ভারতে সংশোধনাগারের পরিকাঠামো ভাল নয় বলেও জানিয়েছিলেন তিনি। যদিও মেহুলের এহেন আশঙ্কার কথা কার্যত উড়িয়ে দিয়ে ইন্টারপোলে সিবিআই জানিয়েছে, চোকসির সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা করবে তারা।
আরও পড়ুন, নীরব মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল
অন্যদিকে, পিএনবি কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত নীরব মোদীকেও দেশে ফেরাতে হিমশিম অবস্থা তদন্তকারীদের। মামার মতো তিনিও কিছুদিন আগে দেশে ঘটে চলা একের পর এক গণপিটুনির প্রসঙ্গ টেনে আশঙ্কা প্রকাশ করে তাঁর দেশে না ফেরার কারণ ব্যাখ্যা করেন। দেশে গণপিটুনির প্রসঙ্গ টেনে নীরব যেভাবে তাঁর দেশে না ফেরার তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন তা কার্যত ‘অপ্রাসঙ্গিক’ বলে আদালতে জানায় ইডি। ইডি সূত্রে আরও জানানো হয় যে, বহু ই-মেল ও সমন পাঠানো সত্ত্বেও তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করেছেন নীরব মোদী। উনি এ দেশে ফিরতে চান না বলে মনে করছে ইডি।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কয়েক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই দেশ ছেড়ে পালন নীরব ও মেহুল। বর্তমানে নীরব মোদী ইংল্যান্ডে রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, অ্যান্টিগুয়া ও বার্বুডার নাগরিকত্ব নিয়েছেন মেহুল।
Read the full story in English