আবারও তিহার জেলে পাঠানো হল চিদাম্বরমকে

আইএনএক্স মিডিয়া মামলায় আগামী চিদাম্বরমকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত।

আইএনএক্স মিডিয়া মামলায় আগামী চিদাম্বরমকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
P Chidambaram, পি চিদাম্বরম

পি চিদাম্বরম।

জেলেই ফিরতে হল পি চিদাম্বরমকে। আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ফের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। জানা যাচ্ছে, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চিদাম্বরমকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কংগ্রেস নেতাকে একদিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আবেদন নাকচ করে দেন বিশেষ বিচারক অজয় কুমার কুহার।

Advertisment

আরও পড়ুন: ‘ভূস্বর্গে বিরোধীদেরও আসতে দিক ভারত’, ইইউ সাংসদের মন্তব্যে অস্বস্তিতে মোদী সরকার

শারীরিক অবস্থা বুঝে চিদাম্বরমকে তিহার জেলে বাড়ির খাবার দেওয়া হতে পারে বলে জানিয়েছে আদালত। চিদাম্বরমকে প্রয়োজনীয় ওষুধ দিতে নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জন্য ওয়েস্টার্ন টয়লেট ও পর্যাপ্ত নিরাপত্তারও বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে চিদাম্বরমকে পৃথক সেলে রাখার কথা বলা হয়েছে।

Advertisment

আরও পড়ুন: দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত মুর্শিদাবাদের ৫ শ্রমিক

উল্লেখ্য, ক’দিন আগেই পাকস্থলীতে যন্ত্রণা নিয়ে চিদাম্বরমকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখনও রেহাই পাননি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিছুদিন আগেই চিদাম্বরমের নামে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট রাতে দিল্লিতে নিজের বাড়ি থেকে নাটকীয়ভাবে চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এরপর তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

Read the full story in English

P Chidambaram