আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তবে, একই মামলায় ইডি হেফাজতে তাকতে হবে তাঁকে। আদালত জানিয়েছে, কংগ্রেস নেতার বয়স বর্তমানে ৭৪ বছর। আর কোনও মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন না হলে তিহার জেল থেকে তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে। আইএনএক্স মিডিয়া মামলাতে গত সপ্তাহেই পি চিদাম্বরমকে গ্রেফতার করে বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই এদিন তাঁর জামিন মঞ্জুর হলেও বন্দিদশা কাটছে না। আপাতত একই মামলায়য় ইডি হেফাজতে থাকতে হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে।
Advertisment
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলাতে গত সপ্তাহে তিহার জেল থেকে চিদাম্বরমকে ইডির হেফাজতে আনা হয়। এর আগে উচ্চ আদালতের নির্দেশে পাসপোর্ট জমা রাখতে হয়েছে চিদাম্বরমকে। বলা হয়েছিল, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি।
গত ১৬ই অক্টোবর আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেও গ্রেফতার হন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় তার আগের দিনই দিল্লির বিশেষ আদালত ইডির আবেদনের ভিত্তিতে তিহার জেলে চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়। এমনকি জানায় প্রয়োজনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারও করা যাবে।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় গত ২১ আগস্ট বহু নাটকের পর সিবিআই গ্রেফতার করে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এরপর তাঁকে রাখা হয়েছিল তিহার জেলে। এরপর ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এরপরই তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। চিদাম্বরমের জন্য তিহার জেলে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের নির্দেশে তাঁকে পৃথক সেলে রাখা হয়েছিল।
২০১৭ সালে চিদম্বরমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে বেআইনিভাবে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের ক্লিয়ারেন্স পাইয়ে দিয়েছিলেন তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পর ২০১৭ সালে চিদম্বরমের বিরুদ্ধে ইডি টাকা তছরুপের মামলা করিছিল।