Advertisment

Israel-Iran War: ইজরায়েলে ভয়ঙ্কর আক্রমণ ইরানের! ঝাঁকে ঝাঁকে ড্রোন-ক্ষেপনাস্ত্র হামলা, পাল্টা জবাবে পাশে আমেরিকা

Iran-Israel War: ইরানকে পাল্টা জবাবও দিতে শুরু করেছে ইজরায়েল। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ইজরায়েল তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকশো ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো চালিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Iran mounts aerial attack on Israel with drones missiles

Israel-Iran War: ইজরায়েলে হামলা ইরানের। ছবি: রয়টার্স।

Israel-Iran War: শনিবার রাত থেকে ইজরায়েলে উপর্যুপরি হামলা শুরু ইরানের। ঝাঁকে ঝাঁকে বিস্ফোরকবোঝাই ড্রোনের মাধ্যমে হামলা ইরানের। গত ১ এপ্রিল দামেস্কে একটি ইরানী কনস্যুলেট ভবনে ইজরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা এই হামলা। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের দুই উচ্চ পদস্থ কর্তা-সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছিলেন।

Advertisment

এদিকে, ইরানকে পাল্টা জবাবও দিতে শুরু করেছে ইজরায়েল। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৭টা থেকে ইজরায়েল তার আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকশো ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইজরায়েল হামলা চালিয়েছিল। তারই প্রতিশোধ হিসেবে ইরান প্রথমবারের মতো সরাসরি হামলা শুরু করেছে ইজরায়েলে। এতে সাতজন নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, প্রতিশোধের মধ্যে ইরানী বাহিনী এবং ওই অঞ্চলের আশেপাশের প্রক্সি গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়ে থাকতে পারে এই ভয়াবহ আক্রমণ। এই প্রক্সি গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী।

অন্যদিকে, সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী ইজরায়েলি মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলে রাতারাতি তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইজরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে যে ইরান ছাড়াও ইরাক ও ইয়েমেন থেকেও কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইজরায়েলে ইরানের এই হামলা নিয়ে উদ্বিগ্ন চিন। সেদেশের বিদেশমন্ত্রকের একজন মুখপাত্র বলেছেন, ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে চিন "গভীরভাবে উদ্বিগ্ন"।

চিনের বিদেশমন্ত্রকের তরফে সংশ্লিষ্ট পক্ষগুলিকে শান্ত থাকার এবং উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে সংযমী হতে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে প্রভাবশালী দেশগুলিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করারও আহ্বান জানিয়েছে চিন।

আরও পড়ুন- Sydney Knife Attack: শপিং মলে তাণ্ডব উন্মত্ত আততায়ীর, ৫ জনকে কুপিয়ে খুন, শেষে পুলিশের গুলিতে নিকেশ

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টুইটারে লিখেছেন "আমরা বাধা দিয়েছি, আমরা প্রতিহত করেছি, আমরাই জিতব।" সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁরা ইরানের বিমান হামলার প্রথম বিরাট তৎপরতাকে আটকে দিয়েছে। তবে সংঘর্ষ-হামলা এখনও চলছে।

এদিকে, ইজরায়েলে ইরানের এই হামলায় কড়া নজর আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইজরায়েলে ইরানের হামলার নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলকে আক্রমণকারী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের "প্রায় সমস্তটাই" নামিয়ে আনতে সহায়তা করেছে। বাইডেন বলেছেন, "আগামীকাল, আমি ইরানের নির্লজ্জ আক্রমণের জন্য একটি ঐক্যবদ্ধ কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে আমার সহকর্মী G7 নেতাদের আহ্বান করব।"

Israel Israel-Iran War Israel-Iran conflict Israel Iran War News
Advertisment