Chinmay Krishna Das Bail Plea: 'চিন্ময় কৃষ্ণের হয়ে লড়লেই গণপিটুনি', চট্টগ্রাম আদালতে হুঙ্কার কট্টরপন্থী আইনজীবীদের

ISKCON Monk Chinmay Krishna Das Bail Plea: আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আইনজীবী। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। বাকিরাও আত্মগোপন করে আছেন। 

ISKCON Monk Chinmay Krishna Das Bail Plea: আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আইনজীবী। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। বাকিরাও আত্মগোপন করে আছেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
Chinmay Krishna Das arrest: বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত আইনজীবী রমেন রায়

Chinmay Krishna Das Bail Plea: আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে।

ISKCON Monk Chinmay Krishna Das Bail Plea: মঙ্গলবারও জামিন হয়নি বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। কোনও আইনজীবী হাজির না হওয়ায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি একমাস পিছিয়ে গেছে। আগামী বছর ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে জামিন মামলার শুনানি হতে পারে। কিন্তু প্রাণ ভয়ে কোনও আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়াল করার সাহস পাচ্ছেন না। সন্ত্রাস, হুমকি এবং ভীতি প্রদর্শনের কারণে কেউ সাহস পাচ্ছেন না।

Advertisment

কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, ৫১ জনের বেশি আইনজীবী যাঁরা চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ছেন তাঁদের সবার বিরুদ্ধে পুলিশি মামলা হয়েছে। বাড়িঘর ভাঙচুর এবং হামলার ঘটনা হচ্ছেই। আইনজীবী রমেন রায়কে বেধড়ক মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। হাসপাতালে আইসিইউ-তে ভর্তি আইনজীবী। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। বাকিরাও আত্মগোপন করে আছেন। 

মঙ্গলবার আদালতে কোনও আইনজীবী উপস্থিত না হওয়ায় আরও একমাস পিছিয়ে গেছে চিন্ময় দাসের জামিনের শুনানি। যে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে গত সপ্তাহে ৫০ জনেরও বেশি আইনজীবী আদালতে হাজির হয়েছিলেন, সেখানে মঙ্গলবার কাউকে দেখা গেল না! কারণ একটাই সন্ত্রাস, হুমকি, ভীতি প্রদর্শন। এতেই নোবেল শান্তি পুরস্কার পাওয়া মুহাম্মদ ইউনুসের আসল চেহারাটা গোটা বিশ্বের সামনে চলে এসেছে বলে দাবি উঠছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়ালের 'অপরাধ', বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে আক্রান্ত আইনজীবী রমেন রায়

Advertisment

চিন্ময় কৃষ্ণের আরেক আইনজীবী রিগন আচার্যর অফিসেও হামলা চালানো হয়। ভেঙে চুরমার করে দেওয়া হয় সবকিছু। এরপর আদালত চত্ত্বরে কট্টরপন্থী আইনজীবীদের প্রকাশ্য়ে হুমকি দেন। চিন্ময়কৃষ্ণের বিরোধী আইনজীবীরা বলেন, 'ইসকনের, এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন চলবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তোষণের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায়, কিংবা ওকালতনামা দাখিল করে, সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ে তাঁকে গণপিটুনি দিতে হবে।'

Bangladesh Government Lynching Chinmoy Krishna Das arrest Bangladesh Violence ISKCON