Advertisment

Isreal Attack On Hamas: গাজায় মসজিদ, স্কুল লক্ষ্য করে ইজরায়েলি এয়ারস্ট্রাইক! মৃত ২৪, আহত ১০০ ছুঁইছুঁই

Isreal Attack On Hamas: একদিকে ইজরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহকে নির্মূল করার পরিকল্পনা করেছে। অন্যদিকে গাজায হামাসের বিরুদ্ধে অভিযান চলছে। রবিবার, ৬ অক্টোবর ভোরে গাজার এক মসজিদ লক্ষ্য করে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Israel Gaza War

রবিবার (৬ অক্টোবর) গাজার মসজিদে ভয়াবহ এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল

রবিবার (৬ অক্টোবর) গাজার মসজিদে ভয়াবহ এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েল। আজকের এই হামলায় কমপক্ষে ২৪  জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৩ জন। প্যালেস্তানি সংবাদ সংস্থা ওয়াফা এ ​​তথ্য জানিয়েছে। সেন্ট্রাল গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস্তুচ্যুত লোকজনও মসজিদে আশ্রয় নিয়েছিলেন। ফলে হামলার ঘটনা বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।  

Advertisment

ইজরায়েলি সেনাবাহিনী বিমান হামলার বিষয়ে জারি করা এক বিবৃতিতে বলেছে, "দেয়ার আল-বালাহ এলাকার 'শুহাদা আল-আকসা' মসজিদে আশ্রয় নেওয়া হামাস জঙ্গিদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। হামাস জঙ্গিরা এখান থেকেই তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রক জানিয়েছে, "ইজরায়েলি হামলায় গাজার ১২৪৫ টি মসজিদের মধ্যে ৮১৪ টি ​​ধ্বংস হয়ে গেছে এবং পাশাপাশি তিনটি গির্জাও ধ্বংস হয়েছে।"  মন্ত্রকের মতে মোট ক্ষতির পরিমাণ ৩৫০ মিলিয়ন ডলার।

একদিকে ইজরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহকে নির্মূল করার পরিকল্পনা করেছে। অন্যদিকে গাজায হামাসের বিরুদ্ধে অভিযান চলছে। রবিবার, ৬ অক্টোবর ভোরে গাজার এক মসজিদ লক্ষ্য করে ইজরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। আহতের সংখ্যা ১০০ ছুঁইছুঁই।  

ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু ২ নাবালক সহ একই পরিবারের সাতজনের, ভাষা হারিয়ে শোকে পাথর এলাকাবাসী

গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালের কাছে মসজিদে এই বিমান হামলা চালানো হয়। ইজরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে এই অংশে প্রচুর মানুষ জড়ো হন। ঠিক সেই সময় হামলার ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় ইজরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৪২,০০০ প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে।  উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর রাতে ইজরায়েলে হামলা চালায় হামাস জঙ্গিরা। এই হামলায় ১২০০ জন নিহত হয়। একই সঙ্গে বন্দী করা হয় ২৫০ জনকে।  এই হামলার পর ইজরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া মইজ্জু? চলতি মাসেই ভারত সফরে মোদীর সঙ্গে বৈঠক

ইজরায়েল শনিবার লেবাননে তার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক ডজন বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বলেছে, "ইজরায়েলের ফাইটার জেটগুলি (বৈরুতের) দক্ষিণ শহরতলিতে চারটি স্থান লক্ষ্য করে মারাত্মক হামলা চালায়। ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে ৪০০-এর বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেছেন, "(স্থল) যুদ্ধ শুরুর পর থেকে, সামরিক বাহিনী স্থল ও আকাশ পথে আক্রমণ চালিয়ে আনুমানিক ৪৪০ জন হিজবুল্লাহ জঙ্গিকে হত্যা করেছে, যার মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছে।"

Hamas Israel Palestine Conflict
Advertisment