/indian-express-bangla/media/media_files/7gAlbTrvFfD06MGzDVVO.jpg)
বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের সাত জনের
বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। মুম্বইয়ের চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে রবিবার ভোর পাঁচটা নাগাদ একটি দোতলা বাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
ভগাবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। মুম্বইয়ের চেম্বুর এলাকায় একটি বাড়িতে আজ ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে দুই নিষ্পাপ শিশুও।
'উৎসবে নয়', ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা
জানা গিয়েছে শর্টসার্কিট থেকে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, সে কারণেই পরিবারের লোকেরা প্রাণে বাঁচার সুযোগটুকু পান নি। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, ভোর ৫টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। এরপরই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। দোতলা বাড়ির নীচতলায় থাকা দোকান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ওপরের তলায় ছড়িয়ে পড়ে। সে সময় বাড়ির সকলেই ঘুমাচ্ছিলেন। ফলে পালানোর কোন সুযোগ পান নি তারা। ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু হয়েছে ৭ জনের।
তৃণমূলই এখানে 'শেষ কথা'! তাও দলের সাংসদ-বিধায়ক দেখলেই তাড়া! কেন এমন ঘটনা?
দুর্ঘটনার পর পরিবারের সাত সদস্যকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের জেরে গোটা বাড়িটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। মৃতরা হলেন গীতাদেবী গুপ্তা (৬০), অনিতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০), মঞ্জু প্রেম গুপ্তা (৩০), বিধি গুপ্তা (১৫ ), নরেন্দ্র গুপ্তা (১০) এবং প্রেসি গুপ্তা (১০ )। পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।