ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর উপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর দাবি করল হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের অভিযোগ, ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ টেকনলজিস পেগাসাস নামক একটি স্পাইওয়্যার ব্যবহার করে ১,৪০০ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে টার্গেট করেছে।
হোয়াটসঅ্যাপ-এর এক মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে বলেন, "ভারতের কোন কোন ব্যক্তিদের নিশানায় রাখা হয়েছে, তাঁদের পরিচয় এবং নম্বর আমাদের পক্ষে প্রকাশ করা সম্ভব না। তবে হোয়াটসঅ্যাপ সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সতর্ক করে দিয়েছে।" হোয়াটসঅ্যাপ-এর ওই মুখপাত্র আরও বলেন, "যে সব ভারতীয় সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপর নজরদারি চালানো হয়েছে, তাঁদের পরিচয় এবং সঠিক নম্বর প্রকাশ করতে না পারলেও, আমরা এটা বলতে পারি যে এই নম্বরগুলি খুব সাধারণ কারও নয়।"
আরও পড়ুন- বাকবিতন্ডায় ফেসবুক, মুছে দেওয়া হল যৌন সম্পর্কিত ইমোজি
জানা গিয়েছে, ভারতে বহু শিক্ষাবিদ, আইনজীবী, দলিত কর্মী ও সাংবাদিকদের নিশানা করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ জানিয়েও দিয়েছিল যে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে তাঁদের উপর মে মাস পর্যন্ত নজর রাখা হয়েছিল। এনএসও গ্রুপ এবং কিউ সাইবার টেকনোলজিসের বিরুদ্ধে দায়ের এক মামলায় হোয়াটসঅ্যাপ অভিযোগ করেছে, এই সংস্থাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যালিফোর্নিয়ার আইন এবং হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে এই ধরণের কাজকর্ম করেছে। বলা হচ্ছে, স্মার্ট ফোনে মিসড কলের মাধ্যমে এই স্পাইওয়্যার প্রবেশ করানো হয়েছিল। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কোনও ভিডিও লিঙ্কে ক্লিক করলেও এই স্পাইওয়্যার ফোনে প্রবেশ করতে পারে বলে জানা যাচ্ছে।
তবে এনওসি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, "যে অভিযোগ তোলা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সরব হয়েছি এবং সবরকম লড়াই চালিয়ে যাব। আমাদের প্রযুক্তি কখনও মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করার জন্য ব্যবহার করা হয়নি।" তবে মে মাসে এই প্রযুক্তি নিয়ে সন্দেহ সামনে আসতেই এনএসও গ্রুপ জানিয়েছিল, ১৯ সেপ্টেম্বর তারা একটি 'মানবাধিকার নীতি' তৈরি করেছে যা মানবাধিকার সুরক্ষাকে আরও জোরদার করতে সহায়তা করবে। এনএসও আরও দাবি করে যে পেগাসাস সফটওয়্যারটি কেবলমাত্র কিছু সরকারি সংস্থাকেই বিক্রি করা হয়েছিল। এনওসি গ্রুপের তরফে বলা হয়, "আমরা আমাদের সফটওয়্যার ব্যবহার করার ছাড়পত্র শুধুমাত্র নির্বাচনে জয়ী সরকার ও সরকারি সংস্থাগুলিকেই দিয়ে থাকি।"
আরও পড়ুন- পাকিস্তানে ট্রেনে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে ৬২
উল্লেখ্য, ইতিমধ্যে সৌদি আরবের সরকারের সঙ্গে চুক্তি বাতিল করেছে এনএসও সংস্থা। কারণ, সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর জানা গিয়েছিল, পেগাসাস সফটওয়্যারটি ব্যবহার করেই তাঁকে খুঁজে বার করেছিল সৌদি সরকার। হোয়াটসঅ্যাপ সূত্রের খবর, হোয়াটসঅ্যাপে এনক্রিপশন থাকার ফলে মেসেজে সুরক্ষা রয়েছে। কিন্তু এই ম্যালওয়ারটি যদি কোনও ডিভাইসে ঢোকে সেক্ষেত্রে সেই ডিভাইসের সমস্ত গোপন তথ্যের উপরই সে নজরদারি চালাতে সক্ষম এবং সহজেই ফাঁসও করতে পারে।।
Read the full story in English