Advertisment

Jaishankar Us Visit: ভারত-বাংলাদেশ টানটান উত্তেজনা, এই আবহে জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর কতটা তাৎপর্যপূর্ণ?

Jaishankar Us Visit: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান অশান্তির মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Jaishankar in U.S. trip

জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর কতটা তাৎপর্যপূর্ণ? Photograph: (ফাইল ছবি)

Jaishankar Us Visit: বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান অশান্তির মধ্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে দু'দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলেই বিদেশমন্ত্রক সূত্রে খবর।

Advertisment

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথগ্রহণের ঠিক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী। এদিকে এস জয়শঙ্করের মার্কিন সফরের আগেই বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে।

জয়শঙ্করের মার্কিন যুক্তরাষ্ট্র সফরের আগেই শুরু হল 'অ্যাকশন'। বাংলাদেশের ইউনূস সরকারকে সতর্ক করেছে আমেরিকা। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। সকলের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করতে বাংলাদেশ আমেরিকার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেছে। আমেরিকার সামনে মহম্মদ ইউনূস ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisment

জয়শঙ্কর এমন এক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যখন বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনায় উদ্বিগ্ন ভারত। সেই সঙ্গে ইউনূস সরকার ভারত বিরোধী প্রচারও চালাচ্ছেন। এর আগে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে হিন্দুদের অধিকারকে সম্মান জানাতে হবে এবং তাদের রক্ষা করতে হবে।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিদেশমন্ত্রীর ৬ দিনের মার্কিন সফর। সফরকালীন সময়ে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা নিয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের কনসাল জেনারেলের একটি সম্মেলনেও সভাপতিত্ব করবেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর এই প্রথম ভারত-মার্কিন উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

Bangladesh Crisis Jaishankar USA S jaishankar Donald Trump Trump
Advertisment