Advertisment

West Bengal News Highlights: রেশন দুর্নীতি মামলায় ED-র জালে জ্যোতিপ্রিয়র CA সহ ৩

West Bengal News Highlights Today 24 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
loksabha election 2019, jyotipriya mallick, লোকসভা নির্বাচন ২০১৯, জ্যোতিপ্রিয় মল্লিক

News in West Bengal Highlights: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট

Latest West Bengal News Highlights: রাজধানী দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেফতার। জাল নথি বানিয়ে দিব্যি থাকছিলেন দিল্লিতে। ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারার কারণে তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সব মিলিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এবং বাকিরা জাল নথি বানাতে তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ ওঠে ।

Advertisment

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এবার মানবাধিকারের পাঠ দিল আমেরিকা। সরাসরি ইউনূসের কাছে ফোন গেল হোয়াইট হাউস থেকে। মঙ্গলবারই ৬ দিনের সফরে মার্কিন মুলুকে যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সেই আবহেই ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। কথা হয় মানবাধিকার প্রসঙ্গে, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে।

আরও পড়ুন 'হাসিনাকে ফেরত দিন', ভারতকে চিঠি দিল বাংলাদেশের ইউনূস সরকার

রয়্যাল বেঙ্গল টাইগার জিনাত সোমবারও ধরা পড়েনি। বন দফতরের চোখে ধুলো দিয়ে এখনও সে পুরুলিয়ার বান্দোয়ানে ঘুরছে। বন দফতরের আশঙ্কা ছিল, রবিবার রাতেই হয়তো ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের দিকে চলে যেতে পারে জিনাত। কিন্তু সোমবারও পুরুলিয়ার রাইকা পাহাড়ের কাছেই রয়েছে সে। বহু টোপ এড়িয়ে কোনওভাবেই ফাঁদে পা দিচ্ছে না। আজ, মঙ্গলবার কি ধরা পড়বে সে, নজর থাকবে সেদিকে।

  • Dec 24, 2024 20:26 IST
    West Bengal News Live:এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো রুটের কাজ দেখলেন কর্তারা

    কলকাতা মেট্রোর (Kolkata Metro) এসপ্ল্যানেড-শিয়ালদহ (Esplanade-Sealdah Metro) রুটে পশ্চিমমুখী টানেল তৈরির কাজ শেষ করার জন্য কঠিন সময়সীমা বেঁধে দিয়েছে KMRCL। এবার এই টানেল তৈরির কাজ খতিয়ে দেখতে ট্রলি ইন্সপেকশনে মেট্রোjsলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কেএমআরসিএলের মুখ্য ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল সহ মেট্রো রেলের শীর্ষকর্তারা। যে গতিতে কাজ এগোচ্ছে তা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রত্যেকেই। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: পাতাল পথে কবে জুড়বে এসপ্ল্যানেড-শিয়ালদহ? কাজ দেখে সন্তুষ্ট মেট্রোকর্তারা



  • Dec 24, 2024 18:45 IST
    West Bengal News Live:বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা

    বড়দিনের (Christmas) আগে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ (Bandel Church)। বড়দিনের আগে এবার ব্যান্ডেল চার্চ ঘুরে গেলেন এলাকার সাংসদ তথা 'দিদি নম্বর ওয়ান' (Didi No 1) খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ক্রিসমাসের সময় ব্যান্ডেল চার্চে ফি দিন ভিড় লেগেই থাকে। মঙ্গলবার দুপুরে হঠাৎ চার্চে হাজির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে দেখতেও এদিন ভিড় ছিল উপচে পড়ার মতো।

    বিস্তারিত পড়ুন- Bandel News: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা, কেক তৈরি নিয়ে বিরাট 'রহস্য' ফাঁস সাংসদের!



  • Advertisment
  • Dec 24, 2024 18:00 IST
    West Bengal News Live:রেশন মামলায় গ্রেপ্তারি

    রেশন দুর্নীতি মামলায় ফের একবার সক্রিয় ভূমিকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ সহ ৩। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে দু'জন মিল মালিক রয়েছেন বলে সূত্রের খবর। ইডি সূত্রের খবর, বহুদিন ধরেই ইডির নজরে ছিলেন এই তিনজন। তবে এতদিন পর এদের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন উঠেছে। রেশন দুর্নীতি মামলায় ধৃত তিনজনের নাম সুব্রত ঘোষ, হিতেশ চন্দক এবং শান্তনু ভট্টাচার্য।



  • Dec 24, 2024 16:50 IST
    West Bengal News Live: বিক্ষোভ মিছিল ও সভা

    আম্মা (অ্যাসোসিয়েশন অফ মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট)-এর ডাকে স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি, প্রতিটি ব্লকে স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, চিকিৎসকদের নিরাপত্তা, আর জি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার উপরে নির্যাতন চালিয়ে খুনের ঘটনার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। উত্তর ২৪পরগনায় জেলাশাসকের দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল। কয়েক হাজার ICDCS কর্মীদের নিয়ে মিছিল ও প্রতিবাদ সভা হল। এছাড়াও মিডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধি, শিশুদের খাবারের অর্থ বৃদ্ধি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। 

     

    west bengal news,north 24 parganas
    উত্তর ২৪পরগনায় জেলাশাসকের দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল।

     



  • Dec 24, 2024 16:14 IST
    West Bengal News Live: CBI-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, CGO অভিযানে ধুন্ধুমার

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রতীকী তালা নিয়ে সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তারদের একাধিক সংগঠনের। পুলিশ আটকালে ধস্তাধস্তি।



  • Dec 24, 2024 15:29 IST
    West Bengal News Live: অবৈধভাবে ভারতে এসে মৃত আত্মীয়ের নামে নথি তৈরি, পুলিশের জালে বাংলাদেশি

    মুর্শিদাবাদের লালগোলায় পুলিশের জালে এক বাংলাদেশি। ৭-৮ বছর আগে অবৈধভাবে ভারতে ঢুকেছিল সোহেল রানা নামে ওই যুবক। অভিযোগ, মৃত আত্মীয়র নামে আধার কার্ড তৈরি করে সে। সোমবার লালগোলা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। 



  • Dec 24, 2024 14:47 IST
    West Bengal News Live: সিবিআই মামলায় জামিন পেলেন না পার্থ-সহ ৫ জন

    সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় আপাতত এই মামলা থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহা।



  • Dec 24, 2024 13:45 IST
    West Bengal News Live: দিল্লিতে ৫ বাংলাদেশি-সহ ধৃত ১১, ছিল না কোনও বৈধ নথিপত্র

    রাজধানী দিল্লিতে ৫ বাংলাদেশি গ্রেফতার। জাল নথি বানিয়ে দিব্যি থাকছিলেন দিল্লিতে। ভারতে থাকার কোনও বৈধ নথি না দেখাতে পারার কারণে তাঁদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সব মিলিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি এবং বাকিরা জাল নথি বানাতে তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ।



  • Dec 24, 2024 12:33 IST
    West Bengal News Live: বর্ষশেষের আগে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই

    বর্ষশেষের আগে আর ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, জানিয়ে দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণের তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বড়দিনে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশ কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলেও পূর্বাভাস।



  • Dec 24, 2024 11:39 IST
    West Bengal News Live: রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে শুরু হল যাদবপুরে সমাবর্তন

    রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে শুরু হল যাদবপুরে সমাবর্তন। রাজ্যপাল অর্থাৎ আচার্যের অনুপস্থিতিতে শুরু হল বার্ষিক সমাবর্তন। রাজভবনের তরফে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যের কাছে চিঠি পাঠিয়ে বলা হয় রীতি মেনে হচ্ছে না সমাবর্তন।



  • Dec 24, 2024 11:33 IST
    West Bengal News Live: মামলা সুপ্রিম কোর্টে, এখন কেন বক্তব্য শুনব? নির্যাতিতার পরিবারকে প্রশ্ন হাইকোর্টের

    মঙ্গলবার সকাল ১১টায় হাইকোর্টে শুরু হল আরজি করের নির্যাতিতার মা-বাবার আবেদনের শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁদের কাছে জানতে চান, “দেশের সর্বোচ্চ আদালত এই মামলা দেখছে। এখন কেন আপনার বক্তব্য শুনব?”



  • Dec 24, 2024 10:40 IST
    West Bengal News Live: রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তিন চালকল মালিক

    রেশন দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার তিন চালকল মালিক। ইতিমধ্য়েই তাঁদের সিজিও কমপ্লেক্সে ED-র দফতরে আনা হয়েছে। ED সূত্রে দাবি, ধৃতদের মিলের মাধ্য়মে বছরের বছর পর ধরে রেশনের সামগ্রী বিক্রি করা হয়েছে।



  • Dec 24, 2024 09:44 IST
    West Bengal News Live: মুহাম্মদ ইউনূসকে এবার মানবাধিকারের পাঠ দিল আমেরিকা

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এবার মানবাধিকারের পাঠ দিল আমেরিকা। সরাসরি ইউনূসের কাছে ফোন গেল হোয়াইট হাউস থেকে। মঙ্গলবারই ৬ দিনের সফরে মার্কিন মুলুকে যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। সেই আবহেই ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। কথা হয় মানবাধিকার প্রসঙ্গে, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে।



  • Dec 24, 2024 09:09 IST
    West Bengal News Live: ইএম বাইপাসে ভয়াবহ বাইক দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি যুবক

    কলকাতায় ফের গতির বলি যুবক! সোমবার গভীর রাতে ফুলবাগান থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন ওই বাইক চালক। তার জেরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যুবকের মাথায় কোনও হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।



  • Dec 24, 2024 08:09 IST
    West Bengal News Live: ঘোল খাইয়ে যাচ্ছে জিনাত, এখনও পুরুলিয়াতেই রয়্যাল বেঙ্গল টাইগার

    রয়্যাল বেঙ্গল টাইগার জিনাত সোমবারও ধরা পড়েনি। বন দফতরের চোখে ধুলো দিয়ে এখনও সে পুরুলিয়ার বান্দোয়ানে ঘুরছে। বন দফতরের আশঙ্কা ছিল, রবিবার রাতেই হয়তো ঝাড়খণ্ডের দলমা পাহাড়ের দিকে চলে যেতে পারে জিনাত। কিন্তু সোমবারও পুরুলিয়ার রাইকা পাহাড়ের কাছেই রয়েছে সে। বহু টোপ এড়িয়ে কোনওভাবেই ফাঁদে পা দিচ্ছে না। আজ, মঙ্গলবার কি ধরা পড়বে সে, নজর থাকবে সেদিকে।



  • Dec 24, 2024 08:08 IST
    West Bengal News Live: আরজি করে নিহত চিকিৎসকের মা-বাবার মামলার শুনানি হাইকোর্টে

    আরজি কর কাণ্ডে ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এদিনের শুনানির দিকে নজর থাকবে সবার।



  • Dec 24, 2024 08:07 IST
    West Bengal News Live: আরজি কর কাণ্ডে নয়া রহস্য কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের রিপোর্টে

    এখনও বিচার পায়নি আরজি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই পরিস্থিতিতে নতুন করে রহস্য বাড়াল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বা CFSL-এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ, তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়ে ছিলেন বলে জানা গেছে। যদিও, তিনি ধর্ষককে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনও প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেসে বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই অবস্থায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ-খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ? নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়?



Bangladesh Crisis RG Kar Case Kolkata Doctor Rape-Murder Case Royal Bengal Tiger Bengal Weather Forecast
Advertisment