জম্মু কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর গিরীশ চন্দ্র মুর্মু

মঙ্গলবার সত্যপাল মালিক বলেন, রাজ্যপালের পদ দুর্বল এবং সাংবাদিক সম্মেলন করার ক্ষমতা নেই।

মঙ্গলবার সত্যপাল মালিক বলেন, রাজ্যপালের পদ দুর্বল এবং সাংবাদিক সম্মেলন করার ক্ষমতা নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Satyapal Malik, Jammu and Kashmir

সত্যপাল মালিককে গোয়ার রাজ্যপাল করা হয়েছে

জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার এক সপ্তাহ বাকি থাকতে জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে বদলি করে দেওয়া হল। তাঁকে গোয়ার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত জম্মু এবং কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে গিরীশ চন্দ্র মুর্মুকে।

Advertisment

এদিকে নতুন লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন রাধা কৃষ্ণ মাথুর।

আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিয়ার, গোয়া-কর্নাটকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

কেন্দ্র ৩৭০ ধারার আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করার সিদ্ধান্তের তিন মাস পর এই পদক্ষেপ করা হল।

Advertisment

মঙ্গলবার সত্যপাল মালিক বলেন, রাজ্যপালের পদ দুর্বল এবং সাংবাদিক সম্মেলন করার ক্ষমতা নেই। তিনি বলেন, "রাজ্যপালের দফতর অতি দুর্বল, সে দুর্বল ব্যক্তির সাংবাদিক সম্মেলন করার অথবা প্রকাশ্যে কথা বলার অধিকার নেই।"

গিরীশচন্দ্র মুর্মু ১৯৮৫ সালের গুজরাট ক্যাডারের আইএএস অফিসার। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি সে রাজ্যের প্রধান সচিব ছিলেন।

ইতিমধ্যে কেরালার বর্তমান বিজেপি সভাপতি পিএস শ্রীধরন পিল্লাইকে মিজোরামের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।

Read full Story in English