Encounter concluded in Chattabal Srinagar. Three bodies of terrorists recovered in a clean operation by J&K Police & CRPF. Well done boys.
— Shesh Paul Vaid (@spvaid) May 5, 2018
আরও পড়ুন, ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, নিহত জওয়ান এবং স্থানীয় বাসিন্দা
এলাকায় জঙ্গিরা রয়েছে, এই খবর পেয়ে সাফাকাদালের তাবেলা ছট্টাবল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান শুরু করতেই আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যুতরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এই লড়াইয়ের পর শ্রীনগরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে স্কুলবাসে পাথর হামলা! নিন্দায় মেহবুবা থেকে বিরোধীরা
অন্যদিকে স্থানীয়দের দাবী, নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় ওই বাসিন্দার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ওই বাসিন্দার মৃত্যু হয়েছে মেনে নিয়েছে পুলিশ। তবে নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় ওই বাসিন্দার মৃত্যু হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।