ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে শনিবার ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার। শ্রীনগরের যে এলাকায় গুলি লড়াই চলছিল, সেখানেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে বলে পুলিশ সূত্রে খবর। গুলির লড়াইয়ে জখম হয়েছেন এক সিআরপিএফ অফিসারও। সিআরপিএফের মুখপাত্র জানিয়েছেন, তাঁদের ওই অফিসারের অবস্থা আপাতত স্থিতিশীল। জখম ওই সিআরপিএফ অফিসার হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এই সংঘর্ষের ঘটনায় ৩ চিত্রগ্রাহকও জখম হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন, ফের জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, নিহত জওয়ান এবং স্থানীয় বাসিন্দা
এলাকায় জঙ্গিরা রয়েছে, এই খবর পেয়ে সাফাকাদালের তাবেলা ছট্টাবল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান শুরু করতেই আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যুতরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এই লড়াইয়ের পর শ্রীনগরে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
পাথর ছুড়ছেন এক বিক্ষোভকারী। ছবি- শোয়েব মাসুদি
আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে স্কুলবাসে পাথর হামলা! নিন্দায় মেহবুবা থেকে বিরোধীরা
অন্যদিকে স্থানীয়দের দাবী, নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় ওই বাসিন্দার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ওই বাসিন্দার মৃত্যু হয়েছে মেনে নিয়েছে পুলিশ। তবে নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় ওই বাসিন্দার মৃত্যু হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে।