সংসদে উঠল জম্মু-কাশ্মীর ইস্যু। উপত্যকার বিধানসভায় জম্মু-কাশ্মীর বাজেট নিয়ে আলোচনা করা হোক, লোকসভায় এদিন এমন দাবিই করেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। কংগ্রেসের পাশাপাশি একই দাবিতে সরব হয়েছে ডিএমকেও। অন্যদিকে, জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা কেন বন্ধ রাখা হয়েছে সে নিয়েও এদিন সংসদে আওয়াজ তুলেছেন কংগ্রেসের মণীশ তিওয়ারি।
এদিন লোকসভায় জম্মু-কাশ্মীর ও লাদাখ বাজেট নিয়ে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ''জম্মু-কাশ্মীর বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হওয়া দরকার''। এ প্রসঙ্গে ডিএমকে নেতা এ রাজাও সোচ্চার হয়েছেন। তিনি বলেন, ''আমরা বাজেট নিয়ে আলোচনা করছি যখন সব রাজনৈতিক নেতারা বন্দি এবং ৪৫ হাজারেরও বেশি সেনা মজুত সেখানে''। এ রাজা আরও বলেন, ''জম্মু-কাশ্মীর বিধানসভায় আলোচনা হচ্ছে না, সংসদে হচ্ছে''।
আরও পড়ুন: ফারুখ আবদুল্লাকে মুক্তির নির্দেশ
এ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, ''৩৭০ ধারা রদের পর থেকে পরিস্থিতি পুরো বদলে গিয়েছে''। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারিফ করেন তিনি।
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের মুখে বন্দি করা হয় ওমর আবদুল্লাকে। সে সময় থেকে এখনও গৃহবন্দি অবস্থায় রয়েছেন উপত্যকার অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা। এ বছরের শুরুতে জন সুরক্ষা আইনে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। ওমর আবদুল্লার পাশাপাশি তাঁর বাবা ফারুখ আবদুল্লাকেও বন্দি করে রাখা হয়েছিল। ক'দিন আগে তাঁকে মুক্ত করা হয়। বন্দি অবস্থায় রয়েছেন জম্মু-কাশ্মীরের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। তাঁদেরকেও জন সুরক্ষা আইনে অভিযুক্ত করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন