উৎসবের মরশুমে গ্রেনেড হামলায় ফের উত্তপ্ত হল জম্মু-কাশ্মীর। সোমবার সোপোরে বাসস্ট্যান্ডের কাছে গ্রেনেড হামলায় কমপক্ষে ২০ জন সাধারণ নাগরিক জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা যাচ্ছে, জখমদের মধ্যে ৬ জনকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: ৬০ ঘন্টা পরেও কুয়ো থেকে উদ্ধার হল না তামিলনাড়ুর শিশু
উল্লেখ্য, ক’দিন আগেই করন নগর থানায় গ্রেনেড ছুড়েছিল কয়েকজন অজ্ঞাতপরিচয় জঙ্গি। সে ঘটনায় জখম হয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ান। আজকের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে খবর।
আরও পড়ুন: ইডি হেফাজতে অসুস্থ পি চিদাম্বরম, ভর্তি এইমসে
কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক সেনার গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা জওয়ান ও এক নাগরিক। এর পাল্টা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চালায় ভারত। প্রত্যাঘাতে নিয়ন্ত্রণরেখার কাছে থাকা তিনটি পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “সন্ত্রাসঘাঁটিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। ৬-১০ জন পাক সেনা নিহত হয়েছেন। তিনটি জঙ্গি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে’’।
Read the full story in English