Advertisment

"জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ঘোষণা কিছুদিনের মধ্যেই"

৩৭০ ধারার অন্তর্গত বিশেষ মর্যাদা সরকার প্রত্যাহার করে নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী শিল্পগোষ্ঠীগুলিকে জম্মু কাশ্মীরে লগ্নির জন্য আহ্বান করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu and Kashmir, Reliance

কাশ্মীর ও লাদাখের জন্য বিশেষ ঘোষণা আসবে কিছুদিনের মধ্যেই

জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের সাহায্যে দায়বদ্ধতার কথা জানালেন মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪২ তম বার্ষিক সাধারণ সভায় গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি ওই এলাকার মানুষের উন্নয়নে তাঁর দায়বদ্ধতার কথা জানিয়েছেন।

Advertisment

মুকেশ আম্বানি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা জম্মু কাশ্মীর ও লাদাখের মামুষের উন্নয়নের প্রয়োজনে দায়বদ্ধ থাকব। রিলায়েন্স গোষ্ঠী জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নের কাজে বিশেষ টাস্ক ফোর্স বানাবে।"

সংবাদসংস্থা এএনআই মুকেশ আম্বানিকে উদ্ধৃত করেছে। "জম্মু কাশ্মীর ও লাদাখকে ঘিরে কিছুদিনের মধ্যেই বেশ কিছু ঘোষণা দেখতে পাবেন আপনারা।"

আরও পড়ুন: নীরব, একাকী ঈদ কাটালেন ফারুক, ওমর, মেহবুবা

৩৭০ ধারার অন্তর্গত বিশেষ মর্যাদা সরকার প্রত্যাহার করে নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদী শিল্পগোষ্ঠীগুলিকে জম্মু কাশ্মীরে লগ্নির জন্য আহ্বান করেছিলেন।

৮ অগাস্ট টেলি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "আমি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য শিল্পগোষ্ঠীকে কাশ্মীরে লগ্নির কথা চিন্তা করতে বলছি।আমি বেসরকারি সংস্থাগুলির কাছে প্রযুক্তিগত সম্প্রসারণের নীতি হিসেবে জম্মু ও কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার আছে।"

পুলওয়ামার শহিদদের প্রতি দায়িত্ব পালন করবে রিলায়েন্স, এ কথাও এদিনের সাধারণ সভায় বলেন মুকেশ আম্বানি। তিনি বলেন, "পুলওয়ামার শহিদদের প্রতি সম্মান জানাতে তাঁদের সন্তানদের শিক্ষা ও পরিবারের জীবনযাপনের সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি।"

Read the Full Story in English

Article 370 jammu and kashmir
Advertisment