Advertisment

উপত্যকায় গুলির লড়াইয়ে নিহত লস্কর জঙ্গি

ক’দিন আগে সোপোরে এক ফল বিক্রেতার বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ঘটনায় জখম হয় ৫ বছরের এক শিশুকন্যা। এ ঘটনায় অভিযুক্ত লস্কর জঙ্গিরই এদিন মৃত্যু হয়েছে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
let terrorist gunned down, নিহত লস্কর জঙ্গি, let terrorist killed, লস্কর জঙ্গির মৃত্যু, jammu and kashmir, জম্মু কাশ্মীর, jammu kashmir security lockdown, jammu kashmir police, জম্মু কাশ্মীর পুলিশ, indian express bangla, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

বারামুলায় গুলির লড়াইয়ে নিহত লস্কর জঙ্গি। প্রতীকী ছবি।

বুধবার কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক লস্কর-এ-তইবা জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ক’দিন আগে উত্তর কাশ্মীরের সোপোরে এক ফল বিক্রেতার বাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যে ঘটনায় জখম হয়েছিল ৫ বছরের এক শিশুকন্যা। এ ঘটনায় অভিযুক্ত লস্কর জঙ্গিরই এদিন মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

Advertisment

পুলিশ জানিয়েছে, নিহত লস্কর জঙ্গির নাম আসিফ মকবুল ভাট। বুধবার সকালে বারামুলায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই জঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সে সময়ই গুলির লড়াইয়ে মৃত্যু হয় ওই জঙ্গির। এ ঘটনা প্রসঙ্গে জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং বলেন, "আমরা তাকে থামতে বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে আসিফ। যার জেরে আমাদের দুজন কর্মী জখম হয়েছেন। তবে তাঁরা বিপন্মুক্ত।" গত এক মাস ধরে উপত্যকায় ওই জঙ্গি সক্রিয় ছিল বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক তদন্ত হোক, রাষ্ট্রসংঘে দাবি পাকিস্তানের

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর এক ফল বিক্রেতার বাড়িতে চড়াও হয় জঙ্গিরা। সেদিনের হামলায় জখম হয় বিক্রেতার ৫ বছরের নাতনি। তার বাবা ও আরও দুই ব্যক্তি জখম হন। সোপোরে দোকান খোলার শাস্তি হিসেবেই ওই ফল বিক্রেতার উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছিল। তবে তাদের প্রাণে না মেরে পায়ে গুলি করা হয়।

দিলবাগ সিং আরও জানিয়েছেন, গত একমাসে বিশেষভাবে উপত্যকায় সক্রিয় হয়ে উঠেছিল আসিফ। তার যেসব সঙ্গীসাথী গা-ঢাকা দেয় নি, তাদের ব্যবহার করে স্থানীয়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তাবাহী পোস্টার ছাপাচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে তাঁরা যেন দোকান না খোলেন এবং দৈনন্দিন স্বাভাবিক জীবন না চালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সোপোরে শফি আলম নামে এক অভিবাসী শ্রমিককেও গুলি করে আসিফ।

Read the full story in English

jammu and kashmir
Advertisment