Advertisment

ছন্দে ফিরছে উপত্যকা, আজ থেকে চালু ল্যান্ডলাইন ফোন, স্কুল খুলছে সোমবার

অবশেষে আজ থেকে উপত্যকায় চালু হচ্ছে ল্যান্ডলাইন ফোন পরিষেবা। আগামী সোমবার থেকেই খুলছে স্কুল।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kashmir, জম্মু কাশ্মীর

নিরাপত্তার ঘেরাটোপে উপত্যকা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। ৩৭০ ধারা বাতিলের পর কার্যত যোগাযোগ বিচ্ছিন হয়েছিল উপত্যকা। অবশেষে আজ থেকে চালু হচ্ছে ল্যান্ডলাইন ফোন পরিষেবা। আগামী সোমবার থেকেই খুলছে স্কুল। এ প্রসঙ্গে মুখ্যসচিব বি ভি আর সুব্রহ্মমণ্যম সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, শুক্রবার সরকারি অফিসে কর্মীদের হার অনেকটাই বেশি ছিল। স্বাভাবিকভাবেই কাজ কর্ম হয়েছে। একইসঙ্গে তিনি জানান, গত ৫ অগাস্টের পর থেকে ভূ-স্বর্গে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisment

আরও পড়ুন: ‘মুখ খুললে খারাপ হবে বলে হুমকি দেওয়া হচ্ছে’, অমিত শাহকে চিঠি লিখলেন মেহবুবা মুফতির মেয়ে

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। প্রশাসনের কড়াকড়ি শিথিল নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এটা রাতারাতি সম্ভব নয়। সরকারকে এজন্য সময় দিতে হবে। প্রশাসনের কড়াকড়িতে মোবাইল, ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে রয়েছে। যার জেরে যোগাযোগ মাধ্যম কার্যত অচল কাশ্মীরে। শেষমেশ সেই পরিস্থিতি বদলাচ্ছে।

আরও পড়ুন: মাঝরাতে কাশ্মীরের সাংবাদিককে তুলে নিয়ে গেল নিরাপত্তা বাহিনী

কাশ্মীর পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যসচিব আরও বলেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য, যাতে কারও প্রাণহানি না হয়। ২০০৮, ২০১০, ২০১৮ সালে আপনারা দেখেছেন এখানকার ছবিটা, তখন কী হয়েছিল, আর এখন কী হচ্ছে দেখুন। একজনেরও প্রাণহানি ঘটেনি। সরকার ও নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতি ভালভাবে সামলাচ্ছে’’।

শুক্রবার বেশ কিছু মসজিদে প্রার্থনা হয়েছে। কিন্তু বড় মসজিদগুলোতে সেই ছবি ধরা পড়েনি। শ্রীনগরের ফোরশোর রোড এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পাথর ছুড়েছিল বিক্ষোভকারীরা। যার জেরে বাসিন্দাদের বেশ কিছু সম্পত্তি নষ্ট করেছে পুলিশ। এ প্রসঙ্গে জম্মু-কাশ্মীর সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইরফান নামে যে সাংবাদিককে আটক করা হয়েছিল, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Read the full story in English

jammu and kashmir
Advertisment