/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/election-commission-759.jpg)
নির্বাচন কমিশন।
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হল। ৫ দফায় নির্বাচন হবে ঝাড়খণ্ডে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু করা হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের ফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর। শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Election Commission of India announcing the schedule for holding General Election to Legislative Assembly of Jharkhand 2019 https://t.co/68fEVTibHA
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) November 1, 2019
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৭ ডিসেম্বর। ঝাড়খণ্ডে তৃতীয় দফায় ভোটগ্রহণ চলবে ১২ ডিসেম্বর। চতুর্থ ও পঞ্চম দফায় ঝাড়খণ্ডে ভোটগ্রহণ চলবে যথাক্রণে ১৬ ও ২০ ডিসেম্বর। উল্লেখ্য, নতুন বছরের ৫ জানুয়ারিতে শেষ হচ্ছে ৮১ আসনের ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ।
আরও পড়ুন:মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, হুঁশিয়ারি বিজেপি নেতার
ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে বিজেপির রঘুবর দাস সরকার। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৩৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জোট করে সরকার গড়েছিল পদ্মবাহিনী। সেবার ভোটের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার ৬ বিধায়ক বিজেপিতে যোগ দেন।
এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা লড়বে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। উল্লেখ্য, জেএমএমের হাতে রয়েছে ১৯ জন বিধায়ক। অন্যদিকে, কংগ্রেসের হাতে রয়েছে ৮ জন বিধায়ক।
Read the full story in English