ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে ভেঙে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জেরেই দুর্ঘটনার কবলে পড়ে রোপওয়ে। দেওঘরের ত্রিকূট পাহাড়ে মাঝ আকাশে এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৪০ জন আটকে পড়েছেন। এনডিআরএফ ১০টি রোপওয়েতে আটকে থাকা ৪০ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা। হেলিকপ্টারে চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন- রামনবমীর মিছিল ঘিরে সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে জারি কারফিউ
দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রি বলেন, “একটি রোপওয়ে ট্রলির পুলি আটকে যাওয়ার জেরেই এই বিপত্তি ঘটেছে। এই ঘটনার জেরে ৪০ জন আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারে সবরকম চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ। আটকে পড়া পর্যটকদের খাবার ও পানীয় দেওয়া হচ্ছে।''
ইতিমধ্যেই ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনার জেরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে নেমে পড়েছে ভারতীয় বয়ুসেনা। হেলিকপ্টারের সাহায্যে রোপওয়েতে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বায়ুসেনার সঙ্গেই প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন এনডিআরএফ-এর কর্মীরা। স্থানীয় প্রশাসনের তরফে এব্যাপারে তাঁদের সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। তবে উদ্ধারকাজ শেষ হতে আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই চালানো হচ্ছে উদ্ধারকাজ।
Read story in English