Advertisment

ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬ আইটিবিপি জওয়ান, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বেসরকারি বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ৩৭ জন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দু’জন কর্মী ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
pahalgam bus brake fail, itbp personnel killed bus accident, jammu bus accident, pahalgam bus accident, jk news, jammu and kashmir news, kashmir news

বেসরকারি বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ৩৭ জন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দু’জন কর্মী ছিলেন।

ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের পাহালগাঁওয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ আইটিবিপি জওয়ান। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসার জন্য শ্রীনগরের আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটিতে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ৩৭ জন এবং জম্মু ও কাশ্মীর পুলিশের দু’জন কর্মী ছিলেন।

Advertisment

বাসটি চন্দনওয়ারি থেকে পাহালগাঁওয়ের দিকে যাচ্ছিল, তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অমরনাথ যাত্রার নিরাপত্তার কারণে বাসটি ওই এলাকায় মোতায়েন ছিল বলে জানিয়েছে পুলিশ। সেখানে ডিউটি থেকে ফেরার পথেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

আরও পড়ুন: < ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪ আইআইটি প্রাক্তনী, শোকের ছায়া পরিবারে >

আইটিবিপি-র একজন মুখপাত্র দিল্লিতে বলেছেন যে, "৩৯ জন জওয়ান ছিলেন বাসটিতে। বাসটি ব্রেক ফেল করায় রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। সৈন্যরা চন্দনওয়ারি থেকে পাহলগাঁওয়ের দিকে যাচ্ছিল। আপাতত ৬ জওয়ানের মৃত্যুর তথ্য সামনে এসেছে। আরও বেশি সেনা জওয়ানের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে'। এদিকে সেনা জওয়ানদের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, 'মৃত সেনা জওয়ানদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা'। একই সঙ্গে টুইটে শোক প্রকাশ করেন অভিষেক বন্দোপাধ্যায়ও।

jammu and kashmir Road Accident
Advertisment