Advertisment

মামলা প্রত্যাহার করে জেএনইউ প্রশমনে উদ্যোগী কেন্দ্র

প্রবল বিরোধিতার মাঝেই হস্টেল ফি পর্যালোচনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশে দু'ক্ষেপে প্রায় ৭৫ শতাংশ ফি কমানো হয়েছে বলে জানায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় নিয়ে ছাত্র সংসদের সঙ্গে তিক্ততা বাড়াতে চাইছে না কেন্দ্র। সমাধান সূত্রের প্রথম ধাপ হিসাবে আন্দোলনকারী পড়ুয়াদের উপর থেকে সব অভিযোগ প্রত্য়াহারের কথা বিবেচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমাধান সূত্র নিয়ে ছাত্র সংসদের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এদিকে, সোমবারই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জড়ো হন আন্দোলনকারী পড়ুয়ারা। রাষ্ট্রপতির সাক্ষাৎতের দাবি করে তারা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ব়্যালি করবেন।

Advertisment

জেএনইউ এর পড়ুয়াদের ব়্যালি ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেটে যেমন নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তেমনই বাবা গঙ্গনাথ মার্গে যান চলাচল বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: আন্দোলনে মুখরিত জেএনইউ, কড়া পদক্ষেপের বিবেচনা কর্তৃপক্ষের

সপ্তাহান্তে ছুটির আগেই জেএনইউ কর্তৃপক্ষকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে আপোস রফার বিষয়টি তুলে ধরা হয়। এখন উত্তরের অপেক্ষায় সরকার।

হস্টেলের অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে বিগত একমাসের উপর আন্দোলন করছেনন জেএনিউ এর পড়ুয়া। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে ঘিরে আন্দোলের ঝাঁঝ তীব্র হয়। ঘেরাও করা হয় উপাচার্য ও অন্য়ান্য আধিকারিকদের। বিশ্ববিদ্যালয়ের দেওয়াল স্লোগানে ভরিয়ে দেন পড়ুয়ারা। বিবেকানন্দের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তবে, যা অস্বীকার করে ছাত্র সংসদ।

বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙা ও বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েজন আঈন্দোলনকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা জেএনইউ কর্তৃপক্ষ। সেমিস্টার বয়কটের ডাক দেয় ছাত্র সংসদ। প্রবল বিরোধিতার মাঝেই হস্টেল ফি পর্যালোচনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশে দু'ক্ষেপে প্রায় ৭৫ শতাংশ ফি কমানো হয়েছে বলে জানায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। কিন্তু, তাতেও আন্দোলনে ছেদ পড়েননি।

Read the full story in English

JNU
Advertisment