কঙ্গনা বনাম শিবসেনা সংঘাত তুঙ্গে, নায়িকার অফিস ভাঙা বন্ধের নির্দেশ হাইকোর্টের

''আমি কোনও ভুল করিনি। আমার শত্রুরা আবারও প্রমাণ করলেন যে কেন আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর''।

''আমি কোনও ভুল করিনি। আমার শত্রুরা আবারও প্রমাণ করলেন যে কেন আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর''।

author-image
IE Bangla Web Desk
New Update
আজ দেশের বড় খবর: কঙ্গনাকে ঘিরে মুম্বইয়ে তুলকালাম।।অক্সফোর্ডের ভ্য়াকসিনের ট্রায়াল বন্ধ।।মাটির পাত্রে জল খাওয়ার পরামর্শ মোদীর

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কঙ্গনা রানাওয়াত বনাম মহারাষ্ট্র সরকারের সংঘাত ঘিরে টানটান উত্তেজনা বাণিজ্য়নগরীতে। বান্দ্রার পালি হিলসে কঙ্গনার অফিস ভাঙা ঘিরে এদিন নায়িকা বনাম উদ্ধব ঠাকরে সরকারের সংঘাত হাইকোর্টে গড়াল। কঙ্গনার অফিস ভাঙা বন্ধ করতে ইতিমধ্য়েই বৃহন্মুম্বই পুরসভাকে (বিএমসি) নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। কঙ্গনার আবেদনের প্রেক্ষিতে বিএমসি-কে জবাব দিতেও নির্দেশ দিয়েছে আদালত। আগামিকাল দুপুর ৩টেয় এ মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশে টিম কঙ্গনা শিবির আপাতত স্বস্তিতে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisment

বান্দ্রার পালি হিলস এলাকায় কঙ্গনার অফিস 'বেআইনি নির্মাণ', এই অভিযোগে নোটিস দিয়েছে বিএমসি। বৃহন্মুম্বই পুরসভার এই নোটিসকে চ্য়ালেঞ্জ করে এদিন হাইকোর্টের দ্বারস্থ হন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। এদিন বেলা গড়াতেই বুলডোজার নিয়ে কঙ্গনার অফিসে হাজির হয় বিএমসি-র এক দল। কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়।

Advertisment

অফিস ভাঙার ঘটনায় টুইটারে ক্ষোভ উগরে দেন বলিউড নায়িকা।মুম্বই ফেরার পথে টুইটারে কঙ্গনা লেখেন, ''মণিকর্ণিকা ফিল্মে প্রথম ছবি অযোধ্য়ার ঘোষণা হয়েছে, এটা আমার কাছে শুধু একটা নির্মাণ নয়, রাম মন্দির। আজ সেখানে বাবর এসেছে, আজ ইতিহাসে ফের রাম মন্দির ভাঙা হবে, কিন্তু বাবর মনে রাখবে, আবারও মন্দির তৈরি হবে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম''।

আরও পড়ুন: রিয়ার জামিনের আবেদন খারিজ, ২২ তারিখ অবধি জেল হেফাজত

এরপর একের পর এক টুইটে বিএমসি-র বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দেন বলিউডের 'ক্য়ুইন'। অফিস ভাঙার ছবি পোস্ট করে কঙ্গনা টুইটারে লিখেছেন, ''আমি কোনও ভুল করিনি। আমার শত্রুরা আবারও প্রমাণ করলেন যে, কেন আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর''। আরেকটি টুইটে কঙ্গনা লিখেছেন, ''আমার বাড়িতে কোনও বেআইনি নির্মাণ হয়নি''।

এদিন দুপুরে মুম্বইয়ে পা রাখেন কঙ্গনা। বিমানবন্দরে কঙ্গনাকে কালো পাতাকা দেখান শিবসৈনিকরা। মুম্বইয়ের বাড়িতে ফিরে মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিশানা করে কঙ্গনা বলেছেন, আপনার ইগো চূর্ণ-বিচূর্ণ হবে, ঠিক যেভাবে তাঁর বাড়ি ভাঙা হয়েছে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর থেকেই একাধিক ইস্য়ুতে মুখ খুলে আলোড়ন ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। নেপোটিজমের অভিযোগ তুলে বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে গর্জে ওঠেন কঙ্গনা। কিছুদিন আগে বলিউডের সঙ্গে মাদক যোগ নিয়ে সোচ্চার হয়ে বিতর্কে জল-হাওয়া জোগান অভিনেত্রী।

সম্প্রতি, মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা টেনে বিতর্কের আগুনে কার্যত ঘি ঢেলে দেন কঙ্গনা। জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর এই মন্তব্য়ের তীব্র বিরোধিতা জানিয়ে আসরে নামে শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে সরাসরি বাগযুদ্ধে জড়িয়ে পড়েন কঙ্গনা।

এরপরই মহারাষ্ট্র সরকার বনাম কঙ্গনার সংঘাত তুঙ্গে ওঠে। কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের তদন্তে উঠেপড়ে লেগেছে উদ্ধব ঠাকরে সরকার। এই প্রেক্ষাপটে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে মঙ্গলবার যে কাণ্ড ঘটল মায়ানগরীতে, তাতে এই সংঘাতপর্বের জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kangana Ranaut