মার্সিডিজ, বিএমডব্লিউ নয়, জেসিবি গাড়িতে চড়লেন বর-বউ!

বর বহু বছর ধরে জেসিবি গাড়ির স্টিয়ারিং ধরে আসছেন, তাই বরের বন্ধুদের আইডিয়া মাফিক বিয়ের পর বউকে নিয়ে জেসিবি গাড়িতে চড়েই বিয়ের মণ্ডব ছাড়লেন যুগল।

বর বহু বছর ধরে জেসিবি গাড়ির স্টিয়ারিং ধরে আসছেন, তাই বরের বন্ধুদের আইডিয়া মাফিক বিয়ের পর বউকে নিয়ে জেসিবি গাড়িতে চড়েই বিয়ের মণ্ডব ছাড়লেন যুগল।

author-image
IE Bangla Web Desk
New Update
karnataka couple, কর্নাটকের দম্পতি

জেসিবি গাড়ির কেরিয়ারে চেপে বউয়ের সঙ্গে বিয়ের আসর ছাড়লেন চেতন। ছবি- ইউটিউব।

সোনম কাপুরের জমকালো বিয়ের অনুষ্ঠান দেখেছেন নিশ্চয়ই। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়েও নিশ্চয়ই আপনার নজর কেড়েছে। কিন্তু এমন বিয়ে দেখেছেন কি, যেখানে সদ্য বিয়ে সেরে বর-বউ ফুলে মোড়া মার্সিডিজ, বিএমডব্লিউ-র বদলে চড়ছেন জেসিবি গাড়িতে, কিংবা ঘোড়া, হাতির বদলে সিংহের পিঠে চড়ে বিয়ের মণ্ডপে আসছেন বর? হ্যাঁ এমন সব বিচিত্র মুডেই বিয়েকে স্মরণীয় করে রাখার ঘটনা ইদানিং প্রায়শই ঘটছে। এই যেমন কর্নাটকের এক নবদম্পতির কথাই ধরা যাক। বর বহু বছর ধরে জেসিবি গাড়ির স্টিয়ারিং ধরে আসছেন, তাই বরের বন্ধুদের আইডিয়া মাফিক বিয়ের পর বউকে নিয়ে জেসিবি গাড়িতে চড়েই বিয়ের মণ্ডপ ছাড়লেন যুগল। যে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

Advertisment

src="https://www.youtube.com/embed/LJQX9H15yLU" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

দ্য নিউজ মিনিটের খবর অনুযায়ী, চেতন কল্লাকত্তা ১০ বছরেরও বেশি সময় ধরে অপারেট করে আসছেন জেসিবি গাড়ি। তাই চেতনের বিয়ের মুহূর্ত স্পেশাল করতে বন্ধুদের মাথায় খেলল অভিনব আইডিয়া। জেসিবি গাড়ির কেরিয়ারে চেপে বউয়ের সঙ্গে বিয়ের আসর ছাড়লেন চেতন। বেলুন দিয়ে সাজানোও হয়েছিল জেসিবি গাড়ি।

আরও পড়ুন, Royal Wedding: স্বামী-স্ত্রী হলেন প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল

Advertisment

গত বছর পাকিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে সিংহের পিঠে চড়ে বিয়ে করতে এসেছিলেন বর। সে ছবিও ভাইরাল হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন আগে জলের নিচে এক দম্পতির আংটি বদলের ছবিও নজর কেড়েছিল সবার।

national news karnataka