Advertisment

হিজাব বিতর্কে মামলাকারী দুই তরুণী পরীক্ষায় বসতে পারলেন না

নিয়ম সবার জন্য এক, সাফ জানিয়ে দিয়েছে কর্ণাটকের শিক্ষা দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Hijab Row Petitioner

আলিয়া আসাদি এবং রেশমকে শুক্রবার পিউসি পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

কর্ণাটকে হিজাব বিতর্ক মাথাচাড়া দিতেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন দুই তরুণী। এবার তাঁদেরই পরীক্ষায় বসতে দেওয়া হল না। আলিয়া আসাদি এবং রেশমকে শুক্রবার পিউসি পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। কারণ, তাঁরা হিজাব পরেই পরীক্ষায় বসতে চেয়েছিলেন। কিন্তু উদুপির কলেজ তাঁদের আবেদন খারিজ করে দেয়।

Advertisment

এদিন কর্ণাটকের শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে সাফ সাফ বলা হয়েছে, পরীক্ষার্থী বা পরীক্ষক কেউ-ই শিক্ষাকেন্দ্রে হিজাব বা অন্য কোনও ধরনের ধর্মীয় পোশাক পরতে পারবেন না।

এর আগে উদুপির ছয় পড়ুয়া যাঁরা কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছিলেন, এদিন ক্লাসরুমে হিজাব পরে যাওয়ার অনুমতি চেয়ে শিক্ষা দফতরকে আবেদন জানান। কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশিকার ভিত্তিতে তাঁদের আবেদন খারিজ করে দেয়। জানিয়ে দেয়, নিয়ম সবার জন্য এক।

আরও পড়ুন ‘আনসার বিজেপির’, দিল্লির দাঙ্গায় মূল অভিযুক্তের সঙ্গে পদ্ম নেতাদের ছবি পোস্ট করে সরব তৃণমূল

শুক্রবার উদুপি জেলার মহিলা সরকারি পিউ কলেজের বাণিজ্য বিভাগের দুই পড়ুয়া নিজেদের হল টিকিট নিয়ে বিদ্যোদয়া পিইউ কলেজে পরীক্ষা দিতে যান। সেখানেই পরীক্ষার কেন্দ্র ছিল তাঁদের। কিন্তু তাঁদের হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

উল্লেখ্য, এদিন থেকেই কর্ণাটকে পিইউ পরীক্ষা শুরু হয়েছে। মোট ৬ লক্ষ ৮৪ হাজার ২৫৫ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন।

karnataka Hijab Controversy
Advertisment