/indian-express-bangla/media/media_files/2025/02/21/BoaEwUSUYHLkv53lvPm7.jpg)
ট্রাম্প-মোদীর গর্জনেই সুর নরম, সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলার লক্ষ্যে বড় পদক্ষেপ বাংলাদেশের Photograph: (ফাইল চিত্র)
India-Bangladesh Relation : বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার একের পর এক ঘটনা যে প্রকাশ্যে এসেছে সেই খবরকে "অতিরিক্ত" বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশে হিংসা বন্ধে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশি প্রতিনিধিদল ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু স্থানে বেড়া দেওয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করেছে এবং আশা করা হচ্ছে যে ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে।
The 55th BORDER SECURITY FORCE – BORDER GUARD BANGLADESH DIRECTOR GENERAL LEVEL BORDER CO-ORDINATION CONFERENCE – 2025 scheduled at New Delhi from 17-20 February 2025.
— BSF (@BSF_India) February 17, 2025
Sh Daljit Singh Chawdhary, DG BSF, received & welcomed Major General Mohammad Ashrafuzzaman Siddiqui, OSP, BSP,… pic.twitter.com/p7ibEWlCFs
আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ কমেছে- বিএসএফ
এদিকে, বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরী বলেছেন যে ৫ আগস্ট, ২০২৪-এ শেখ হাসিনা সরকারের পতনের পর যেভাবে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও দাবি করেছেন তিনি। হিন্দুদের উপর হামলার বিষয়ে মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, 'বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর অতিরঞ্জিত।' বিজিবি সংখ্যালঘুদের সব সময়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে।
রাতের কলকাতায় শোভন-বৈশাখীর গাড়িকে টার্গেট, পরপর ধাক্কা....! তারপর?
বিজিবি প্রধান বলেন, বিএসএফের সাথে বৈঠকে সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।যেখানেই সমস্যা রয়েছে, আমরা যৌথ ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। উল্লেখ্য গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি ছিল দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক।