কাঠুয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোট ৮ জনকে। আজ সোমবার জম্মু-কাশ্মীর আদালতে মামলা শুরু হচ্ছে ধৃতদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় তার বিরুদ্ধে আলাদা একটি অভিযোগপত্র দাখিল হয়েছে। কাঠুয়া খুন ও ধর্ষণ মামলায় ১৮ পাতার একটি চার্জশিট জমা করেছে ক্রাইম ব্রাঞ্চ। আদালতের তরফে জানানো হয়েছে আটজনের মধ্যে সাতজনের নাম রাখা হয়েছে চার্জশিটে। ধৃতদের মধ্যে একজন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ার দরুন তার মামলাটি আপাতত স্থগিত রাখছে আদালত।
এদিকে কাঠুয়ায় ৮ বছরের এক শিশুর ধর্ষণকাণ্ডে মামলা লড়ার জন্য ক্রমাগত হুমকি পাচ্ছেন নির্যাতিতার আইনজীবী দীপিকা রাজাওয়াত। নির্যাতিতার পক্ষে আদালতে দাঁড়ানোর কথা ঘোষণার পর থেকেই দীপিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন জম্মু আদালতের বহু আইনজীবীই। কাজেই হিন্দু-মুসলিমের সমতা এবং মামলার নিরপেক্ষতা বজায় রাখতে দুজন সরকার পক্ষের বিশেষ আইনজীবি রাখা হয়েছে, যাঁরা দুজনেই শিখ ধর্মাবলম্বী।
আরও পড়ুন - মেয়ের কবরটা ওরা পুড়িয়ে দেবে কি না, সংশয়ে কাঠুয়া কন্যার মা
জম্মু-কাশ্মীরের এই নারকীয় ধর্ষণ এবং হত্যা প্রসঙ্গে উত্তাল হয়েছে সারা দেশই। সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছেন রাষ্ট্রসংঘের প্রধান আন্তেনিও গুতারেজও। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন - কাঠুয়া ও উন্নাওয়ের ঘটনায় সরব নেটিজেনরা