Advertisment

Katihar Boat Accident: গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, ডুবে মৃত ৩, তলিয়ে গেলেন অনেকে

Katihar Boat Accident: ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল কমপক্ষে তিন জনের। নিখোঁজ বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Katihar Boat Accident

গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি, ডুবে মৃত ৩, তলিয়ে গেলে অনেকে Photograph: (ফাইল ছবি)

Katihar Boat Accident: ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু হল কমপক্ষে তিন জনের। নিখোঁজ বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছেছেন  পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা। 

Advertisment

রবিবার সকালে বিহারের কাটিহার জেলায়  ভয়াবহ নৌকাডুবির ঘটনা। কাটিহারের আহমেদাবাদে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় ডুবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পুলিশ সূত্রে খবর, নৌকাটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন, যার মধ্যে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলেই শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে এসডিআরএফ এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজ যাত্রীদের খোঁজে  তল্লাশি চলছে। 

যে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বছর ৬০ এর পবন কুমার, ৭০ বছর বয়সী সুধীর মণ্ডল এবং এক বছরের এক নিষ্পাপ শিশু। বাকি নিখোঁজ যাত্রীদের খুঁজে বের করার জন্য SDRF উদ্ধার অভিযান শুরু করেছে। দুর্ঘটনায়  যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Boat capsizes
Advertisment