Advertisment

Kazakhstan plane crash Updates: বিকট শব্দ...! বিমানের ভিতর যাত্রীদের আর্তনাদ, প্রার্থনা! কী কারণে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা?

Kazakhstan plane crash Updates: বিকট শব্দ...। তারপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বিমান! প্রাণ ভয়ে তখন বিমানের ভিতরে যাত্রীদের আর্তনাদ, প্রার্থনা! বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা 'অগ্নিপরীক্ষার' সেই মুহূর্ত বর্ণনা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kazakhstan plane crash.

বিকট শব্দ...! বিমানের ভিতর যাত্রীদের আর্তনাদ, প্রার্থনা, কী কারণে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা? Photograph: (ফাইল ছবি)


Kazakhstan plane crash Updates:  বিকট শব্দ...। তারপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বিমান! প্রাণ ভয়ে তখন বিমানের ভিতরে যাত্রীদের আর্তনাদ, প্রার্থনা! বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা 'অগ্নিপরীক্ষার' কথা তুলে ধরেছেন।

Advertisment

আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজাখস্তানে অবতরণের মুহূর্তে দু'টুকরো হয়ে যায়। ভয়ঙ্কর সেই ভিডিও  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিমান দুর্ঘটনায় ৩৮ জন যাত্রী নিহত হয়েছেন।

যারা কোনমতে প্রাণে বেঁচেছেন তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। যাত্রীরা বলেছেন যে দুর্ঘটনার কিছু সময় আগেই তারা দুটি বিকট শব্দ শুনতে পান। দুর্ঘটনায় মোট ২৯ জন যাত্রী প্রাণে বাঁচেন।

সংবাদ সংস্থা রয়টার্সকে বিমানের এক যাত্রী বলেন, "এটা স্পষ্ট  প্লেনটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল"।  অন্য এক যাত্রী, দুটি বিকট শব্দ শোনার কথা স্মরণ করেন এবং বলেছিলেন যে একজন ক্রু মেম্বার তাকে বিমানের পিছনের দিকে যেতে নির্দেশ দিয়েছিলেন।

Advertisment

আরও পড়ুন- [ বিদায় মনমোহন...! চোখের জলে শেষ যাত্রায় মানুষের ঢল ]

রাশিয়ান ক্ষেপণাস্ত্র নাকি অন্য কিছু... আজারবাইজান এয়ারলাইন্স বিমান দুর্ঘটনার পিছনে কোন দুটি কারণের কথা উল্লেখ করেছে?  টনার একদিন পর বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে রাশিয়ার সারফেস টু এয়ার মিসাইলের কারণেই দুর্ঘটনাটি ঘটে। ভিডিওতে বিমানের কিছু অংশে ক্ষেপণাস্ত্রের আঘাত লক্ষ্য করা গিয়েছে। তবে ক্রেমলিন তা প্রত্যাখ্যান করেছে।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 জানিয়েছে যে বিমানটি জিপিএস সমস্যার সম্মুখীন হয়েছিল।এছাড়াও, দুর্ঘটনার আগে বিমানের উচ্চতায় আকস্মিক হ্রাস এবং বৃদ্ধি রেকর্ড করা হয়েছিল। এই বিষয়ে আজারবাইজান এয়ারলাইন্স বলেছে যে বিমান দুর্ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার দিকে সমস্ত ফ্লাইট বাতিল করা হবে। 

plane crash
Advertisment